২২ অক্টোবর, ২০২৫ | ৬ কার্তিক, ১৪৩২ | ২৯ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

নারী নির্যাতনে তিনে পাকিস্তান চারে ভারত

tmp_9457-nari-big20161211025758-1170398355

বিশ্বের মধ্যে আফগানিস্তানে সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটে। আর এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কঙ্গো। তিন নম্বরে পাকিস্তান। ভারত চার নম্বরে।

ব্রিটেনের ওয়েবসাইট ‘‌দ্য নিউ ইকোনমি ডট কম’‌ প্রকাশিত এক প্রতিবেদনে এ চিত্র তুলে ধরা হয়েছে।

কোন দেশে নারীনির্যাতনের হার কত বেশি, সেটা নিয়ে এক সমীক্ষা শুরু করেছিল তারা। ওয়েবসাইটটির রিপোর্টে বলা হয়েছে, ভারতে গত ৩০ বছরে গর্ভস্থ সন্তান নষ্টের সংখ্যা কয়েকলক্ষ ছাড়িয়ে গেছে। শহরাঞ্চলেই ধর্ষণের সংখ্যা বেশি। তবে এটাও দাবি করা হয়েছে, গ্রামাঞ্চলে নারী নির্যাতনের অনেক ঘটনাই নথিবদ্ধ করা হয় না। ভারতে বাল্যবিবাহও পুরোপুরি নির্মূল হয়নি।

পরিসংখ্যান বলছে, ভারতে প্রতিদিন গড়ে ৬৭০ জন মহিলা যৌন হয়রানির শিকার হন। ধর্ষণ, বৈবাহিক ধর্ষণ এবং হত্যার সংখ্যা ১৭৮। মহিলাদের সঙ্গে অপরাধের ঘটনায় সবচেয়ে এগিয়ে দিল্লি। সারা ভারতে যে পরিমাণ নারী নির্যাতনের ঘটনা ঘটে, শুধু দিল্লিতেই তার চেয়ে তিনগুণ বেশি অপরাধ হয়।

আফগান মহিলাদের মধ্যে ৮৭ শতাংশ নিরক্ষর। এদের মধ্যে ৭০ ভাগ মহিলাকে জোর করে বিয়ে দেয়া হয়। ৫৪ ভাগ মেয়ের বিয়ে হয় মাত্র ১৫-১৯ বছর বয়সে।

নির্যাতনের তালিকায় পাঁচ থেকে ১০ নম্বরে রয়েছে যথাক্রমে কলম্বিয়া, মিশর, কেনিয়া, মেক্সিকো এবং ব্রাজিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।