৬ মে, ২০২৪ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত    ●  উখিয়ায় রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা   ●  বাহারছরা পুলিশের অভিযানে হত্যা চেষ্টা মামলার তিন আসামি গ্রেফতার   ●  নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে কচ্ছপিয়ার নোমান চেয়ারম্যানের হুমকি   ●  কক্সবাজার জেলা বিএনপির সাবেক সদস্য সিরাজুল হক ডালিম’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ   ●  নিরাপদ নুরুল আবছারকেই পছন্দ ভোটারদের   ●  আদালতে তিন মামলারই জবানবন্দি দিলেন অস্ত্র সহ গ্রেফতার সিরাজ   ●  টেকনাফে অপহরণ চক্রের সদস্য অস্ত্রসহ গ্রেফতার   ●  উপজেলা চেয়ারম্যান শফিউল্লাহর প্রার্থীতা বাতিলে হাইকোর্টে রিট   ●  প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ৩০ বছরের পথচলা ও সাফল্য উদযাপন

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রামু থানা পুলিশের সচেতনতা মুলক সভা ও র‌্যালী অনুষ্ঠিত

55555
‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করুন, পুলিশের সহায়ক হোন’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর রামু থানা পুলিশ এক সেমিনার ও র‌্যালী সম্পন্ন করেছে। জাতীয় পুলিশ সপ্তাহ ২০১৫ উপলক্ষে গত ২৮মার্চ সকাল ১০টায় আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন রামু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কায় কিসলু। রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব সিরাজুল হক, প্রকৌশলী ও প্রাত্তন শিক্ষক মীর কাশেম, রামু থানা সাব ইন্সপেক্টর আতিকুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ, ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুদর্শণ বড়–য়া, মৌলবী বেলাল আহাম্মদ, শিক্ষক রাজীব দে। এতে আরো উপস্থিত ছিলেন, রামু থানা পিএসআই হরি চাঁদ হাজরা, রামু প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু, সাংবাদিক আবুল কাশেম, পিএসআই শাওন দাশ, জয়শ্রী পাল প্রমূখ। সভায় প্রধান বক্তা, সমাজে নারীরা বিভিন্ন বয়সে নানাভাবে সহিংসতার শিকার হয়। যা প্রতিনিয়ত আমাদের সমাজে বেড়েই চলছে। নারীদের অসহায়ত্বের কারণে ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, মিথ্যা প্রলোভনে নারীদের প্রতারনার ফাঁদে ফেলে জীবন নষ্ট করাসহ নানাভাবে নির্যাতিত হয়। এসব প্রতিরোধে রামু থানা পুলিশকে তথ্য সহায়তা দিয়ে এবং পুলিশের বন্ধু হিসেবে এগিয়ে আসার জন্য উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, সচেতন মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এদিকে সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে পুলিশের সহায়ক হয়ে নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।