
উখিয়ার হলদিয়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পাগলির বিলের একমাত্র দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পাগলির বিল দাখিল মাদরাসাটি নানান সমস্যায় জর্জরিত । সরকারী পৃষ্ঠপোষকতার অভাব, মেয়ার্দোত্তীণ কমিটি, অপর্যাপ্ত ভবন, শিক্ষকদের বকেয়া বেতন সহ নানান প্রতিকূলতা স্বত্তেও সফলতার সহিত মাদরাসা শিক্ষা কাযক্রম অব্যাহত রয়েছে।
জানা যায়, ২০০১ সালে প্রতিষ্ঠিত পাগলির বিল দাখিল মাদ্রাসাটি অবহেলিত জনপদ পাগলির বিল সহ পার্শ্ববর্তী এলাকার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান। প্রায় সাতশ শিক্ষার্থী থাকলেও নেই পর্যাপ্ত বেঞ্চসহ আনুষাঙ্গিক সুবিধা সমুহ। ফলস্বরুপ শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে। মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগ না থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদান এবং পাঠ গ্রহনে চরম দুর্দশার সৃষ্টি হচ্ছে। এছাড়া ও আর্থিক স্বচ্ছলতার অভাবে মাদ্রাসার আনুষাঙ্গিক সংস্কার করা সম্ভব হচ্ছেনা। যার ফলে ছাত্র ছাত্রীরা ঝুকি পূর্ণ অবস্থায় দিনের পর দিন ক্লাশ করে যাচ্ছে।
উক্ত মাদ্রাসার সাবেক ছাত্র মিজানুল হক চৌধুরী জানান, পাগলির বিল দাখিল মাদ্রাসা প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানকারী মাদরাসার শিক্ষার্থীরা প্রতিবছর জে ডি সি পরীক্ষায় ভালো ফলাফল বয়ে আনে। কিন্তু নবম-দশম শ্রেনী না থাকায় জেডিসি পাশের পর অনেক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। অতি শীঘ্রই দাখিল শ্রেনী চালুর আবেদন জানান ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপারিন্টেনডেন্ট, কমিটির সদস্য হাফেজ আবুল হোসাইন জানান, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের বেতন বকেয়া এবং বতর্মান সময়োপযোগী না হওয়ায় প্রতিষ্ঠানের শিক্ষার মান এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। দাখিল শ্রেনী চালুর ইচ্ছে থাকা স্বত্বেও প্রতিকুলতার কারণে সম্ভব হচ্ছে না। উক্ত মাদ্রাসার শিক্ষা কার্যক্রম সফলতার সহিত অব্যাহত রাখতে সরকারী-বেসরকারি সহযোগীতা প্রয়োজন বলে তিনি জানান।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকে সফলতার সহিত পাঠদান করে যাচ্ছে পাগলির বিল দাখিল মাদ্রাসা। অবহেলিত এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি আওতাভূক্ত হলে পাগলির বিল, হলদিয়া, বড়বিল এবং দারিয়ারদিঘীর অসংখ্য শিক্ষা থেকে বাদ পড়া ছেলে-মেয়ে শিক্ষা গ্রহনের সুবর্ণ সুযোগ ফিরিয়ে পাবে।
মাদ্রাসা সরকারীকরণ, দাখিল শ্রেনী চালু, নতুন ভবন নির্মাণ, আর্থিক সহযোগীতাসহ শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে মাননীয় এমপি আবদুর রহমান বদি, শিক্ষা মন্ত্রণালয়, ধর্নাঢ্য ব্যক্তিদের সুদৃষ্টি কামনা করেন পাগলির বিল দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ পাগলির বিল বাসী।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।