৩০ ডিসেম্বর, ২০২৫ | ১৫ পৌষ, ১৪৩২ | ৯ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন

নাছির নগরে হামলা মহান মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত- মানববন্ধনে সাংসদ কমল

ব্রাহ্মণmanob-bondon-ramu বাড়িয়ার নাছির নগরে হিন্দু মন্দির ও বসত বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে বলে ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ভিন্ন ধম্বাবলম্বীদের উপর হামলা মানেই মহান মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত। ধর্মের নামে যারা হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বসত বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে; তারা কোন ধর্মের অনুসারী হতে পারে না। হামলাকারীরা শুধুই সন্ত্রাসী। তাদের কোন ধর্মীয় পরিচয় থাকতে পারে না।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে রামু চৌমুহনী ষ্টেশনে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ রামু উপজেলা শাখা আয়োজিত প্রতিবাদী মানববন্ধন সমাবেশে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এ কথা বলেন।
ঐক্য পরিষদের আহ্বায়ক রতন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, ভাইস চেয়ারম্যান আলী হোসেন, রামু কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান জাফর আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নি, রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সুজনের সভাপতি মাস্টার মোহাম্মদ আলম।
ঐক্য পরিষদের সদস্য সচিব নিলোৎপল বড়–য়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিভাষ সেন গুপ্ত জিগ্মি, রামু বুড্ডিষ্ট ফেডারেশনের সভাপতি শিক্ষক কিশোর বড়–য়া, সর্বজনীন কেন্দ্রীয় কালি মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা ননী গোপাল দে, রামু সৎসঙ্গ আশ্রমের উপদেষ্টা ডাঃ আশুতোষ চক্রবর্তী মন্টু, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, সাংবাদিক সুনীল বড়–য়া, খালেদ হোসেন টাপু, রামু পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক তপন মল্লিক, জাগৌ নারী উন্নয়ন সংস্থার পরিচালক শিউলী শর্মা, রামু উপজেলা বৌদ্ধ সমিতির সভাপতি স্বপন বড়–য়া, রামু কেন্দ্রীয় কালি মন্দির পরিচালনা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ গুপ্ত, রামু সৎসঙ্গ আশ্রমের সভাপতি সুশান্ত পাল বাচ্চু, সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য, রামকুট তীর্থধাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ সিকদার, জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি অর্পন বড়–য়া, রামু কেন্দ্রীয় কালি মন্দির দূর্গা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রতন দেওয়ানজী প্রমূখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।