২৩ অক্টোবর, ২০২৫ | ৭ কার্তিক, ১৪৩২ | ৩০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

নাইজেরিয়ায় ‘ভুল করে’ বোমা হামলায় নিহত শতাধিক

নাইজেরিয়ার একটি শরণার্থী শিবিরে ‘ভুল করে’ সামরিক বাহিনীর বোমা হামলায় শতাধিক বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার চালানো ওই হামলায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে রেড ক্রস ও ডক্টরস উইদাউট বর্ডারসের অনেকেও রয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বরনো প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে। নাইজেরিয়ার সরকারি একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার ব্রিটিশ অনলাইন পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, নাইজেরিয়ার ওই এলাকায় জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে দেশটির সামরিক বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান হিসেবেই ওই শরণার্থী শিবিরে বোমা হামলা করা হয়েছে। এই হামলার নির্দেশ দিয়েছিলেন আঞ্চলিক সামরিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল লাকি ইরাবর। তিনি জানান, ওই এলাকায় বোকো হারামের যোদ্ধারা রয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। আন্তর্জাতিক রেড ক্রস ও ডক্টরস উইদাউট বর্ডারসের সদস্যসহ অনেক বেসামরিক নাগরিক হতাহত হলেও এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, তা তার জানা নেই বলে জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে।

মেজর জেনারেল ইরাবর জানান, বোকো হারামের কিছু সদস্য গোপনে বৈঠক করছে এমন তথ্যের ওপর ভিত্তি করেই সুনির্দিষ্ট একটি স্থানে বোমা হামলার নির্দেশ দেওয়া হয় বিমান বাহিনীকে। কোন ভুলের কারণে হামলাটি শরণার্থী শিবিরের ওপর চালানো হয়েছে তা-ও তার জানা নেই। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো ও স্থানীয় সামরিক বাহিনী বলছে, কালা-বালগে স্থানীয় সরকারের অধীনস্ত ক্যামেরন সীমান্তের র‌্যান শহরে অভ্যন্তরীণভাবে উদ্বাস্তু হওয়া শরণার্থীদের জন্য তৈরি করা একটি শরণার্থী শিবিরে বোমা হামলাটি চালানো হয়। রেড ক্রস আন্তর্জাতিক কমিটির একজন কর্মী নাম না প্রকাশের শর্তে মার্কিন বার্তা সংস্থা এপিকে বলেন, রেড ক্রসের ২০ জন স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন এই হামলায়।

আন্তর্জাতিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস এই হামলার নিন্দা জানিয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র ইন্ডিপেন্ডেন্টকে বলেন, কালা-বালগে এলাকায় তাদের সংস্থাটি কাজ করছে। তবে হামলায় তাদের কোনও সদস্য হতাহত হয়েছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এই হামলার নিন্দা জানিয়ে ডক্টরস উইদাউট বর্ডারসের ডিরেক্টর অব অপারেশন ড. জ্যঁ-ক্লিমেন্ট ক্যাবরল বলেন, ‘যেসব মানুষ এরই মধ্যে চরম সহিংসতা থেকে পালিয়ে এসেছে তাদের ওপরই আবার এ ধরনের একটি হামলা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। বেসামরিক নাগরিকদের নিরাপত্তাকে অবশ্যই নিশ্চিত করতে হবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।