৬ মে, ২০২৫ | ২৩ বৈশাখ, ১৪৩২ | ৭ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

নাইক্ষ্যংছড়িতে বান্দরবান জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের বিদায়

Chattralige2
৬জুন জেলা কমিটির কাউন্সিল নিয়ে নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলা কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার (২২মে) বিকাল ৪টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যউচিং চাক। মতবিনিময় সভায় কমিটির আশা প্রত্যাশা নিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তাহের কোম্পানী, সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী, আওয়ামীলীগ নেতা ডা: ইসমাইল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি মো: জসিম উদ্দিন, সাবেক ছাত্রলীগ সভাপতি সাইফুদ্দিন মামুন শিমুল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বদর উল্লাহ প্রমুখ।
মতবিনিময় সভায় বান্দরবান জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটি সভাপতি তৌহিদুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয় বক্তব্য রাখেন এছাড়াও অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রলীগ নেতা আহসান, জনি, করিম, আশিষ, কৌশিক দাশ, কাউসার সোহাগ, কানু দাশ, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগ নেতা আহামেদ রিয়ান, ইব্রাহিম, তানজিম, রেজাউল, ইফাজ, রিয়াদ, রিয়ান মিন্টু, রুবেল, ফরিদ, মোস্তাকিম প্রমুখ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বদর উল্লাহ জানান, মতবিনিময় সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ জেলা কমিটিকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস জানিয়ে বান্দরবান জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য সর্বশেষ বিগত ২০১০ সালে ১৪ মার্চ বান্দরবান জেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্টিত হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।