৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

নাইক্ষ্যংছড়িতে কৃষি উপকরন বিতরন: কৃষি ও কৃষকের উন্নয়নে অান্তরিক সরকার

picsart_1480595472743
নাইক্ষ্যংছড়িতে ভূট্টা ও ধান চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে রাজস্ব খাতের অনুকূলে চাষী পর্যায়ে কৃষি উপকরণ বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। দেশের শতকরা ৮০ভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। তাই কৃষি বিভাগ কৃষকদের জন্য রাজস্ব খাত থেকে কৃষি উপকরণ বিতরণের মহতী উদ্যেগ নিয়েছে। চাষাবাদের মাধ্যমে নিজের দারিদ্রতা বিমোচনের পাশাপাশি দেশের দারিদ্র বিমোচনের জন্য অবদান রাখতে কৃষকদের প্রতি আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস,এম সরওয়ার কামাল বলেন- কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকার সুলভ ও ন্যায্যমূল্যে সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে। সরকারী পরিকল্পনার অংশ থেকেই সমন্বিত কৃষি উন্নয়নে উপজেলা পর্যায়ে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগের পরিকল্পনার মাধ্যমে কৃষকের উন্নয়নসহ উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাবে বলে জানান তিনি।
picsart_1480595506479
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবদুল মান্নান, উপ সহকারী উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা অলক দাশ, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মোহাম্মদ ইমরান মেম্বার, দোছড়ি ইউপি চেয়ারম্যান মো: হাবিবুল্লাহ, সাংবাদিক আবদুল হামিদ। অনুষ্ঠানে নারী নেত্রী ওজিফা খাতুন রুবি, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন, সাংবাদিক জাহাঙ্গীর আলম কাজলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মাঠ পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৬-১৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় মোট ২০জনকে ৫হাজার টাকা করে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।