১৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৩০ ভাদ্র, ১৪৩২ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

পরিকল্পিত নগরায়নে সমন্বিতভাবে কাজ করবে কউক-পৌরসভা

নবনিযুক্ত কউক চেয়ারম্যানকে কক্সবাজার পৌর পরিষদের সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি :

নবনিযুক্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর নুরুল আবছারকে সংবর্ধনা দিয়েছে কক্সবাজার পৌর পরিষদ। মঙ্গলবার বিকেলে দরিয়া নগর ভেটেনারী বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনার জবাবে কক্সবাজারকে একটি পরিকল্পিত এবং আধুনিক মডেল নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কউক-পৌরসভা সমন্বিতভাবে কাজ করবে। সে ক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন নবনিযুক্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন এবং পরিকল্পিত নগরায়নে পৌর পরিষদের পক্ষ থেকে কউকের প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান মেয়র মুজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন পরিষদ প্রধান।
কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কউকের প্রকৌশল সদস্য লে. কর্নেল খিজির খান, সচিব আবু জাফর, পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আক্তার পাখি, কাউন্সিলর আকতার কামাল আজাদ, কাউন্সিলর দিদারুল ইসলাম রুবেল, কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর ওমর সিদ্দিক লালু, কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কাউন্সিলর রাজবিহারী দাশ, কাউন্সিলর সালাউদ্দিন সেতু, কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু, কাউন্সিলর এম এ মনজুর, কাউন্সিলর ইয়াসমিন আক্তার, কাউন্সিলর জাহেদা আক্তার, কাউন্সিলর নাসিমা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভার শুরুতে পৌর পরিষদের পক্ষ থেকে কউক চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করেন মেয়র মুজিব। পাশাপাশি কউকের পক্ষ থেকেও মেয়র মুজিবুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কাউকের নবনিযুক্ত চেয়ারম্যান কমোডর নুরুল আবছার।
এর আগে কক্সবাজার পৌর পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভাতে পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত তরান্বিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে পরিষদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।