২১ অক্টোবর, ২০২৫ | ৫ কার্তিক, ১৪৩২ | ২৮ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

নতুন স্পিকার নির্বাচিত করলো ইরাকের পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের পার্লামেন্টের স্পিকার মনোনীত হয়েছেন সুন্নি রাজনীতিক মোহাম্মেদ আল হালবুসি। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তাকে স্পিকার ঘোষণা করা হয়। ন্যাশনাল অ্যাক্সিস অ্যালায়েন্সের প্রতিনিধি হিসেবে আল হালবুসি পার্লামেন্টের সর্বোচ্চ পদের নির্বাচনে জয়লাভ করেন।

 

 

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি’র খবরে বলা হয়, নির্বাচনে ২৯৮টি ভোটের মধ্যে আল হালবুসি ১৬৯টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী খালিদ আল ওবেইদি পেয়েছেন ৮৫ ভোট।

আল হালবুসি ১৯৮১ সালে ইরাকের আনবার প্রদেশের কারমা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ব্যবসায়ী জামাল আল কারবুলির নেতৃত্বাধীন আল হাল পার্টির একজন সদস্য। তাকে দেশটির তরুণ ও উদীয়মান রাজনৈতিক নেতা মনে করা হয়। তিনি বাগদাদের মুস্তানসিরিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২০০২ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষে তিনি আনবার প্রদেশের সবচেয়ে বড় শহর ফাল্লুজাহ’র অবকাঠামো নির্মাণ প্রকল্পে চাকরি শুরু করেন।

আল হালবুসি ২০১৪ সালে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ওই বছর পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেন ও ২০১৭ সালের আগস্ট মাসে আনবার প্রদেশের গভর্নর নির্বাচিত হন। গত পার্লামেন্ট নির্বাচনে জয়লাভের পর আল হালবুসি গভর্নরের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। শনিবার ইরাকি পার্লামেন্ট স্পিকার ও তার দুই সহকারী নির্বাচনের জন্য ভোটগ্রহণ করে।

এই মাসের শুরুতে বেশ কয়েকজন আইনপ্রণেতা ভোট বর্জনের ঘোষণা দেওয়ায় স্পিকার নির্বাচন স্থগিত রেখেছিল ইরাকের নব-নির্বাচিত পার্লামেন্ট। দেশটির সংবিধান অনুযায়ী, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জোট পরবর্তী সরকার গঠন করতে পারবে। গত ১২ মে’র নির্বাচনে মুক্তাদা আল সদরের সাইরুন জোট ৫৪টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা পায়। এছাড়া হাসাদ আল শাবি নেতৃত্বাধীন জোট ৪৭টি ও প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির জোট পায় ৪২টি আসন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।