১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

নতুনভাবে আজ থেকে আবারো শুরু হচ্ছে বিপিএল

092442bpl_kalerkantho_pic_2সকাল থেকে হেসে উঠেছে আকাশ। বাইরে ঝলমলে রোদ। এই সূয্যিমামার জেগে উঠার প্রতীক্ষাতেই এতদিন ছিল সবাই। নিম্নচাপের ফলে সৃষ্ট বৃষ্টির বিদায়ে নতুনভাবে আজ থেকে আবারো শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের চতুর্থ আসর। গেল শুক্রবার চতুর্থ আসরের যাত্রা হয়েছিলো। কিন্তু ঐদিন থেকেই উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারনে বৃষ্টি হলে বিপিএলের প্রথম দুদিনের চারটি খেলাই পরিত্যক্ত হয়ে যায়। ফলে দ্বিতীয় দিনেই বিপিএল স্থগিত করে আবারো নতুনভাবে ৮ নভেম্বর অর্থাৎ আজ থেকে শুরুর সিদ্বান্ত নেয় টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিল কমিটি।

আজ উদ্বোধনী দিনে দুপুর ২টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস এবং সন্ধ্যা ৭টায় লড়বে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস।

বৃষ্টির কারনে বিপিএলের এবারের আসরের প্রথম দুদিনের চারটি ম্যাচই পুনরায় অনুষ্ঠিত হবে। প্রথম দিন পরিত্যক্ত হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস এবং রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের ম্যাচ দুটি। আগামী ৩০ নভেম্বর সন্ধ্যায় মিরপুরে অনুষ্ঠিত হবে কুমিল্লা ও রাজশাহীর ম্যাচটি। ঐ দিন সন্ধ্যার বরিশাল বুলস ও রাজশাহী কিংসের ম্যাচটি ১ ডিসেম্বর সন্ধ্যায় মিরপুরে অনুষ্ঠিত হবে।

আর উদ্বোধনী দিন রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের পরিত্যক্ত হওয়া দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর। আগের সূচীতে ১ ডিসেম্বর এবং ১০ নভেম্বর কোন ম্যাচ ছিলো না।

উদ্বোধনী দিনের পরের দিন বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়ে যায় বরিশাল বুলস ও চিটাগাং ভাইকিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের ম্যাচগুলো। এই দুটি ম্যাচ হবে ১৪ নভেম্বর। আগের সূচীতে এদিনও কোন ম্যাচ ছিলো না।

এছাড়া ৬ নভেম্বরের ম্যাচ আগেই স্থগিত করে দেয় বিপিএলের গর্ভনিং কাউন্সিল কমিটি। রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস এবং বরিশাল বুলস ও খুলনা টাইটান্সের ম্যাচ দুটি নতুন সূচীতে হবে যথাক্রমে ২৮ নভেম্বর ও ২০ নভেম্বর। এই দুদিন বিপিএলের বিরতি ছিলো। দুটি ম্যাচই হবে সন্ধ্যায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।