১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

দৈনিক বাঁকখালী সম্পাদক জামিনে মুক্তি

editor-sir
কক্সবাজারের বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। ৭ নভেম্বর ঢাকার আইসিটি বিশেষ ট্রাইব্যুনাল আদালত থেকে জামিন লাভ করেন। এরপর ৯ নভেম্বর সন্ধ্যায় কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন। এর আগে সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী গত ৫ অক্টোবর রাতে পত্রিকা অফিসে দায়িত্ব পালনরত অবস্থায় জনৈক ডা: আব্দুস সালামের একটি ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় ৫৭ ধারা দেখিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। সর্বশেষ আইনী প্রক্রিয়ার মাধ্যমে তিনি জামিনে মুক্তি লাভ করেন। কারাগার থেকে মুক্তির পর এক প্রতিক্রিয়ায় তিনি তার মুক্তির দাবিতে যারা আন্দোলন সংগ্রাম করেছেন এবং আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিকে সাইফুল ইসলাম চৌধুরীর মুক্তির খবরে সবখানে আনন্দগণ পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি কক্সবাজার জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা তার সাথে ইতিমধ্যে সৌজন্য সাক্ষাৎ করেছেন।দৈনিক বাঁকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীর মুক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, দৈনিক আপনকন্ঠের সম্পাদক মোহাম্মদ হোছাইন, বার্তাপ্রাপ্ত সম্পাদক রুহুল আমিন সিকদার, কক্সাজার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কক্সবাজার সম্পাদক সাইফুর রহিম শাহীন, দৈনিক বাঁকখালী পত্রিকার চকরিয়াস্থ নিজস্ব প্রতিবেদক এম.জিয়াবুল হক, টেকনাফস্থ নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান, টেকনাফ প্রতিনিধি রাশেদ মাহমুদ রাসেল, হ্নীলা প্রতিনিধি মো: রফিক, রামু প্রতিনিধি খালেদ হোসেন টাপু, উখিয়া প্রতিনিধি কায়সার হামিদ মানিক, মহেশখালী প্রতিনিধি আবুল বশর পারভেজ ও পেকুয়া প্রতিনিধি মো: ফারুক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।