
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৩টি ক্যাম্পের ৪৫টি সাইটে ১ লাখ ৫২ হাজার ৩৫৬ জন শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সের ১৫ হাজার ৬৬৫ জন শিশু নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৩৬ হাজার ৬৯২ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টায় জেলা ইপিআই সেন্টারে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন খান আলমগীর এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশী শিশুদের পাশাপাশি আগামী ১৮ থেকে ২২ জুন রোহিঙ্গা ক্যাম্পে জন্মগ্রহণ করা শিশুদেরও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হয়েছে। ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পের ৪৫টি সাইটে আমরা এই টিকা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, ক্যাম্পের ৪৫টি সাইটে টিকা খাওয়ানোর দায়িত্বে থাকবে ৪১৬টি ভ্রাম্যমান টিম। প্রতিটি টিমে ৪ জন থাকবেন, যেখানে ২ জন সুপারভাইজার আর ২ জন ভলান্টিয়ার।
ডা. মহিউদ্দিন খান আলমগীর বলেন, ‘রোহিঙ্গা মায়েরা বাংলাদেশীদের চেয়ে তুলনামূলকভাবে কম সচেতন। শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যসম্মত বিষয় নিয়ে তাদের মাথাব্যথা থাকে না। যার ফলে স্বাস্থ্যসহ মৃত্যু ঝুঁকিতে থাকে শিশুরা। তাই ভিটামিন ‘এ’ জাতীয় বিভিন্ন রোগ দূর করতে রোহিঙ্গা ক্যাম্পে এই ক্যাম্পেইন চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় এসব রোহিঙ্গা শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।’
এদিকে, কক্সবাজারের আট উপজেলার ৪ লাখ ৮৩ হাজার ৯৮৩ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল। আগামী ১৮ থেকে ২২ জুন জেলার ১ হাজার ৮০২টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। একইসাথে ৭২ ইউনিয়নের ২১৬ ওয়ার্ডে সচেতনতার জন্য পুষ্টিবার্তাও প্রচার করা হবে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।