৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

দূষিত হচ্ছে প্রাচীন ঐতিহ্য নাপিতা পুকুর দূর্ভোগ পোহাচ্ছে সাধারণ মুসল্লীরা

ayrin-news-pic-2-300x225কক্সবাজারের শত বছরের প্রাচীন ঐতিহ্যের অংশ বাজারঘাটার নাপিতা পুকুর। সঠিক পরিচর্যা ও পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে দূষিত হয়ে পড়েছে কক্সবাজার প্রাচীনতম এই পুকুরটি। স্থানীয় সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত এ পুকুর রক্ষার দায়িত্ব মসজিদ কমিটির থাকলেও এটি দূষিত করে চলেছে এই এলাকার সাধারণ মানুষ। আবর্জনার স্তুপ ও অবৈধ সিএনজি স্টেশনে ঢেকে পড়ে পুকুরটি। এতে সৌন্দর্য হারাচ্ছে পুকুরটি। এবং দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবহারকারিদের।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ফরিদ আহম্মদ চৌধুরী বলেন “মসজিদে প্রতি ওয়াক্ত নামাজে ৬’শ থেকে ৭’শ মুসল্লী নামাজ আদায় করে। অনেক সময় আরো বেশিও হয়। সব মানুষের ওযু আমাদের ওযু খানায় অনেক সময় সংকুলান হয়না। তখন মুসল্লীরা এ পুকুরে ওযু করে। কিন্তু অনেকদিন যাবত পুকুর ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। “ তিনি জানান এলাকার ফল ব্যবসায়ি, হোটেল ব্যবসায়ি এবং বিভিন্ন দোকানের দোকানিরা আবর্জনা ফেলে পুকুর পাড় ও পুকুর দুষিত করছে।
নাম প্রকাশ না করায় এক ফল ব্যবসায়ি জানান পৌরসভা থেকে এ স্থানে আবর্জনা ফেলতে নিষেধ করা সত্ত্বেও এ এলাকার ব্যবসায়িরা এ স্থানে আবর্জনা ফেলে।
এলাকার মুসল্লীরা জানায় পুকুর পাড়ে অবস্থিত অবৈধ সিএনজি স্টেশন ও আবর্জনা স্তুপের কারনে ওযু করতে যেতে বেগ পেতে হয়। যে কারনে খুব একটা প্রয়োজন না হলে কেউ ঔ পুকুর ব্যবহার করতে চায়না।
কক্সবাজারের সুশিল সমাজের প্রতিনিধি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন “কক্সবাজার সারা পৃথিবীতে এক অন্যতম পর্যটন শহরের নাম। এখানে পর্যটকেরা এসে সব থেকে বেশি যা দেখে নাখোশ হয় তা হল শহরের অপরিচ্ছন্নতা। বাজারঘাটার মত এমন ব্যস্ততম স্থানে যদি নাক চেপে মানুষের চলতে হয় তা খুবই দুঃখজনক। পর্যটন শহর হিসেবে কক্সবাজারের প্রতিটি স্থান পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন।”
প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু বলেন “ শহর থেকে আজ অবধি অনেক পুকুরই ভড়াট হয়ে গেছে। যে ক’টি আছে তার মধ্যে নাপিতা পুকুরটি অন্যতম। পুকুরটি সংস্কার ও রক্ষা করা প্রয়োজন।”
এ বিষয়ে পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী বলেন “২ মাস আগেই আইবিপি মাঠে আবর্জনা অপসারন কেন্দ্র করায় বাজারঘাটা নাপিতা পুকুর পাড়ে কোন ধরনের আবর্জনা ফেলতে ঔ এলাকার মানুষকে নিষেধ করা হয়েছিলো। তারপরও যদি কেউ পুকুরটিকে দূষিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। পর্যটন নগরী হিসেবে কক্সবাজারকে পরিচ্ছন্ন রাখার সব ধরনের ব্যবস্থা পৌরসভা থেকে নেয়া হবে।”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।