মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো: আবদুল্লাহ দু’দিনের সফরে কক্সবাজার এসেছেন। শনিবার ২০ মার্চ সকাল ১০ টার দিকে তিনি স্বপরিবারে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান মোল্লা, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু সহ উর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। কক্সবাজারে অবস্থানকালে ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট আলহাজ্ব শেখ মোঃ আবদুল্লাহ শানিবার বিকেলে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে প্যাগোডা ভিত্তিক শিক্ষায় প্রাক প্রাথমিক শিশুদের মেধা বিকাশে ভূমিকা শীর্ষক এক কর্মশালার উদ্বোধন, রোববার রামুতে বৌদ্ধ রাং কোট বনাশ্রম ও রাম মন্দির পরিদর্শন করবেন। তিনি রোববার বেলা দু’টায় বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।