৩১ আগস্ট, ২০২৫ | ১৬ ভাদ্র, ১৪৩২ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর রবি

দুই বছরের জন্য আবারো বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হয়েছে টেলিকম কোম্পানি রবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্লোর প্রাইজ ছিল ৬০ কোটি টাকা। তার চেয়ে বেশি দিয়ে স্পন্সর হয়েছে রবি আজিয়াটা লিমিটেড। এক্ষেত্রে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল, অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে রবির লোগো শোভা পাবে।

রবির স্পন্সর হওয়ার বিষয়ে বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ বলেন, ‘পুরুষ, মহিলা, অনুর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ ‘এ’ দলের আগামী দুই বছর রবি আমাদের স্পন্সরশিপ পেয়েছে। এর আগের দুই বছরও তারা ছিল। আমাদের এখানে অংশগ্রহণ করেছে রবি এবং প্রাণ। পুরো প্রক্রিয়াটি গত বছরের মতো করে করা হয়েছে। আমাদের চাটার্ড একাউন্ট ফার্ম তারা পুরো বিষয়টি পর্যালোচনা করেছে। আমাদের ফ্লোর প্রাইজ যেটা দেওয়া ছিল সেটা ক্রস করেছে রবি।’

তিনি আরো বলেন, ‘২০১৯ বিশ্বকাপ পর্যন্ত রবির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। যেটা শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে। আমার খুব খুশি এবং গর্বিত রবি আমাদের সঙ্গে দ্বিতীয় বারের মতো থাকায়। তারা এবারের সবচেয়ে সফল বিটার। তারা দুই বছর আমাদের সাপোর্ট করেছে। আশা করি এই ধারা অব্যহত থাকবে। গতবারের চেয়ে ৫০ ভাগ বেশি! এর মূল কারণ বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে ‘

রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করছে বিশ্বের এক নম্বর ক্রিকেট দল। রবি তৈরি করছে বাংলাদেশের সেরা নেটওয়ার্ক। আমরা এক সঙ্গে ছিলাম, আগামীতেও আমেরা একসঙ্গে থাকব।’

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘যেটা ছিল সেটা মিট করা হয়েছে। ওটাই গুরুত্বপূর্ন। ওটা মিট না করতে পারলেতো আমরা চুক্তি করতাম না।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।