১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর রবি

দুই বছরের জন্য আবারো বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হয়েছে টেলিকম কোম্পানি রবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্লোর প্রাইজ ছিল ৬০ কোটি টাকা। তার চেয়ে বেশি দিয়ে স্পন্সর হয়েছে রবি আজিয়াটা লিমিটেড। এক্ষেত্রে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল, অনূর্ধ্ব-১৯ দল ও বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে রবির লোগো শোভা পাবে।

রবির স্পন্সর হওয়ার বিষয়ে বিসিবি পরিচালক কাজী ইনাম আহমেদ বলেন, ‘পুরুষ, মহিলা, অনুর্ধ্ব-১৯ দল, বাংলাদেশ ‘এ’ দলের আগামী দুই বছর রবি আমাদের স্পন্সরশিপ পেয়েছে। এর আগের দুই বছরও তারা ছিল। আমাদের এখানে অংশগ্রহণ করেছে রবি এবং প্রাণ। পুরো প্রক্রিয়াটি গত বছরের মতো করে করা হয়েছে। আমাদের চাটার্ড একাউন্ট ফার্ম তারা পুরো বিষয়টি পর্যালোচনা করেছে। আমাদের ফ্লোর প্রাইজ যেটা দেওয়া ছিল সেটা ক্রস করেছে রবি।’

তিনি আরো বলেন, ‘২০১৯ বিশ্বকাপ পর্যন্ত রবির সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। যেটা শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে। আমার খুব খুশি এবং গর্বিত রবি আমাদের সঙ্গে দ্বিতীয় বারের মতো থাকায়। তারা এবারের সবচেয়ে সফল বিটার। তারা দুই বছর আমাদের সাপোর্ট করেছে। আশা করি এই ধারা অব্যহত থাকবে। গতবারের চেয়ে ৫০ ভাগ বেশি! এর মূল কারণ বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে ‘

রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তৈরি করছে বিশ্বের এক নম্বর ক্রিকেট দল। রবি তৈরি করছে বাংলাদেশের সেরা নেটওয়ার্ক। আমরা এক সঙ্গে ছিলাম, আগামীতেও আমেরা একসঙ্গে থাকব।’

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘যেটা ছিল সেটা মিট করা হয়েছে। ওটাই গুরুত্বপূর্ন। ওটা মিট না করতে পারলেতো আমরা চুক্তি করতাম না।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।