২৪ আগস্ট, ২০২৫ | ৯ ভাদ্র, ১৪৩২ | ২৯ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

‘দুই বছরেও ‘উন্নয়নের মুখ’ দেখেনি মরিচ্যা-গোয়ালিয়া রেজু খালের সেতু!

pic r2
‘ধ্বসে পড়ার দুইটি বছর অতিবাহিত হলেও ‘উন্নয়নের’ মুখ দেখেনিই রামু উপজেলার খুনিয়াপালং ইনানী মেরিন ড্রাইভ সংযোগ সড়কের মরিচ্যা গোয়ালিয়া রেজু খালের সেতু । জন গুরুপূর্ণ এই সেতুটি পূর্ণ নির্মানে কেউ এগিয়ে আসছে না। নানা সময় অনেকেই এই সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা কথার ফুলঝুরিতে সীমাবদ্ধ রয়েছে।
চলতি বর্ষার মৌসুমে নড়ে-বড়ে কাঠের সেতুটি ধ্বসে পড়ার আশংকা প্রকাশ করছেন এই সড়ক দিয়ে চলাচলরত হাজারো মানুষ। কিভাবে এই বর্ষার মৌসুমে রেজু খাল পারাপার করবে তা শংকিত রয়েছে অনেকেই।
গত বিএনপি জোট সরকারের আমলে মরিচ্যা-গোয়ালিয়া রেজু খালের উপর একটি বিশাল লম্বা সেতু নির্মাণ করা হয়। এই সেতু নির্মানের পর আরো মরিচ্যা বাজারের ব্যবসা-বানিজ্যে ব্যাপক প্রসার ঘটে।

স্থানীয়দের মতে, এ সেতু দিয়ে বৃহত্তর খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া, পূর্ব গোয়ালিয়া, পেচারদ্বীপ, নয়াপাড়া, থাইংঘাকাটা, হিমছড়ি, ধোঁয়াপালং এলাকার লোকজনের যাতায়ত। প্রায় অর্ধলক্ষাধিক লোকজনের যাতায়ত এ সেতু দিয়ে। এই সেতুটি ২০১৩ সালের ২৪ আগষ্ট হঠাৎ ধ্বসে পড়ে। তৎক্ষানিক কক্সবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ অনেকেই এই সেতুটি নির্মানের প্রতিশ্রুতি দেয়।
তৎসময়ে (ধ্বসে) পড়ার পর প্রাথমিক ভাবে চলাচলের জন্য প্রায় ২ লাখ টাকার ব্যায়ে একটি কাঠের সেতু নির্মাণ করে দেয় এই এলাকার তরুন সমাজ সেবক মরিচ্যা বাজারে টি-আর মার্কেট এ অবস্থিত এম এইচ এন্টারপ্রাইজ এর মালিক মোস্তাক আহমদ কোম্পানী।
দীর্ঘ দুই বছর এই কাঠের সেতু দিয়ে লোকজন চলাচল করলেও বর্তমানে এই কাঠের সেতুটি নড়ে- বড়ে হয়ে পড়েছে। রেজু খালের পানির ঢলে এই কাঠের সেতু ভেসে যাওয়ার আশংকা প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসি।
এই কাঠের সেতুটি ভেসে গেলে আবারও নৌকায় ভরসা হতে হবে এই এলাকার বিশাল জনগোষ্টির।

এদিকে গেল রামু উপজেলার উপ-নির্বাচনে কক্সবাজার-সদর রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল খুনিয়াপালং এলাকায় একাধিকবার সফর করেন। ওই সময়ে স্থানীয় এলাকাবাসি এই সেতুটি নির্মানের দাবি জানান। এমনকি এই সেতুর উপর দাড়িয়ে সাংসদ কমল তার প্রার্থী রিয়াজুল আলম নির্বাচিত হলে এই সেতু নির্মান করে দিবেন বলে প্রতিশ্রুতি দেয়।
এই পর্যন্তও এই প্রতিশ্রুতি ‘লাল’ ফিতায় বন্ধী রয়েছে।
স্থানীয় কলেজ ছাত্র আবদুর রহিম জানান, এই এলাকার হাজারো ছাত্র-ছাত্রী এই সড়ক দিয়ে যাতায়ত করে আসছে। বর্ষায় কাঠের সেতুটি মেরামত না করলে দূর্ভোগ এ পড়তে হবে।
তিনি এলাকার বিত্তশালীদের কাঠের সেতুটি মেরামতের উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ি মোহাম্মদ ইলিয়াছ জানিয়েছেন, এই সড়ক দিয়ে বৃহত্তর খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম গোয়ালিয়া, পূর্ব গোয়ালিয়া, পেচারদ্বীপ, নয়াপাড়া, থাইংঘাকাটা, হিমছড়ি, ধোঁয়াপালং এলাকার লোকজনের যাতায়ত। প্রায় অর্ধলক্ষাধিক লোকজনের যাতায়ত এ সেতু দিয়ে। এই সেতুটি আবারও ধবসে পড়লে এলাকার লোকজনের দূর্ভোগ পোহাতে হবে।
এই ব্যাপারে তিনি স্থানীয় চেয়ারম্যানের সু-সৃষ্টি কামনা করেন।

পূর্ব গোয়ালিয়াপালং এলাকার তরুন সমাজ সেবক মরিচ্যা বাজারের এম এইচ এন্টারপ্রাইজ এর মালিক মোস্তাক আহমদ কোম্পানী জানান, ইতিমধ্যে এই সেতুটি পূর্ণ মেরামতের দাবি তুলেছেন এলাকাবাসি। বৃষ্টি থামলে আবারও এই কাঠের সেতুটি মেরামত করে দেয়া হবে তার পক্ষ থেকে।
তিনি আরও জানান, বর্ষার পরে কক্সবাজার-সদর রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমলের সাথে সাক্ষ্যত করে এই সেতুটি স্থায়ী নির্মানের দাবি জানাবো।

খুনিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মাবুদ জানান, এই সেতুটি নির্মানের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বর্ষার পরে কাজ শুরু হবে এমন আশা প্রকাশ করেছেন তিনি।

ফাইল ছবি

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।