
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ঘটনায় রামু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জুয়েলের স্ত্রী। সাংবাদিকতার পাশাপাশি ডায়মন ম্যালামাইন কোম্পানির জোনের সেলস অফিসার হিসেবে নিয়োজিত আছেন জুয়েল।
প্রাথমিকভাবে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ডায়মন ম্যালামাইন কোম্পানির কাজে উখিয়ার কুতুপালংয়ের উদ্দেশ্যে রওনা হন জুয়েল। দুপুরের পর থেকে জুয়েলের মুঠোফোনে আর সংযোগ পাচ্ছিলো না তাঁর পরিবার। সেদিন রাতে আর ঘরে ফিরেনি জুয়েল।
নিখোঁজ জুয়েল হাসান গাজীপুর জেলার পশ্চিম টংগী থানাধীন নাগর আলীর বাড়ী এলাকার বাসিন্দা মো. দেলোয়ার শেখের ছেলে। বর্তমানে তিনি রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কাইম্যারঘোনা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
নিখোঁজের বিষয়ে তার স্ত্রী নুসরাত জাহান (২২) রামু থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, জুয়েল হাসান কক্সবাজারের স্থানীয় মাল্টিমিডিয়া প্রবাল নিউজ এর সংবাদকর্মী হিসেবে কাজ করার পাশাপাশি ডায়মন ম্যালামাইন কোম্পানির কক্সবাজার জোনে সেলস অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে জুয়েল হাসান উখিয়া কুতুপালং ও ফালংখালী এলাকায় যাওয়ার কথা বলে দক্ষিণ মিঠাছড়ির কাইম্যারঘোনায় অবস্থিত শ্বশুর ফরিদুল আলমের বসতবাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ জুয়েল হাসানের শারীরিক বর্ণনা অনুযায়ী, তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে এবং মাথার চুল আনুমানিক ২ ইঞ্চি লম্বা। নিখোঁজের সময় তার পরনে ছিল সাই রঙের জ্যাকেট, নীল চেক শার্ট ও গ্যাবাডিন প্যান্ট। তিনি ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলেন।
এ বিষয়ে রামু থানা পুলিশ জানায়, সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে এবং নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।