১৮ আগস্ট, ২০২৫ | ৩ ভাদ্র, ১৪৩২ | ২৩ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

দরিয়ানগরে ভেটেরিনারি ভার্সিটি সড়ক পরিদর্শন করলেন উপাচার্য ড. গৌতমবুদ্ধ

কক্সবাজারcox-vet-universt-vc-11-11-16-1_2-400x225 শহরতলীর দরিয়ানগর বড়ছড়ায় নির্মাণাধীন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় সড়ক পরিদর্শনকালে উপাচার্য প্রফেসর ড. গৌতমবুদ্ধ দাশ বলেছেন- সমুদ্র উপকূলীয় জীববৈচিত্র নিয়ে পড়াশোনা ও উচ্চতর গবেষণা ছাড়াও কক্সবাজার ক্যাম্পাসে পর্যটকদের জন্য একটি বন্য প্রাণী জাদুঘর গড়ে তোলা হবে। সীমিত পরিসরের এই জাদুঘরে কক্সবাজার বনাঞ্চলের বিলুপ্তপ্রায় প্রাণীকূলকে ঠাঁই দেয়া হবে। গবেষণাগারের নিবীড় ব্যবস্থাপনায় এগুলোর বংশবৃদ্ধি করে আবারো বনাঞ্চলে ছেড়ে দেয়া হবে।
শুক্রবার দুপুরে কক্সবাজার শহরতলীর দরিয়ানগরে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় সড়কের নির্মাণ কাজ পরিদর্শনকালে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন- ইতোমধ্যে কক্সবাজার ক্যাম্পাসে কাঁকড়ার গবেষণাগার স্থাপন করা হয়েছে। স্নাতকের শিক্ষার্থীরা কোর্সের অংশ হিসাবে কক্সবাজার ক্যাম্পাসে পড়ালেখা করছে।
তিনি জানান- এই ক্যাম্পাসে বন্যপ্রাণীর একটি গবেষণাগার স্থাপনেরও প্রক্রিয়া চলছে।
দুপুর ১২টায় উপাচার্য প্রফেসর ড. গৌতমবুদ্ধ দাশ নির্মাণাধীন সড়ক পরিদর্শনকালে নির্মাণ কাজে ব্যবহারের জন্য আনা পাথরের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী হৃদয় বলেন- ঠিকাদার কার্যাদেশ নেয়ার সময় যে ধরনের পাথরের স্যাম্পল দিয়েছিল, সে ধরনের পাথর নির্মাণ কাজের জন্য না এনে তারা শর্ত ভঙ্গ করেছে। উপাচার্য মানসম্মত পাথর ব্যবহারের জন্য ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন।
নির্মাণ কাজ পরিদর্শনকালে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. নুরুল আবছার খান, প্যাথলজি ও প্যারা সাইটোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন ও ড. এএমএএম জুনায়েদ ছিদ্দিকী,সুপার গ্রুপের ব্রান্ড ম্যানেজার শিল্পী নুর-ই-আকবর চৌধুরী , গবেষক-সাংবাদিক আহমদ গিয়াস, বড়ছড়া আশ্রায়ণ ভূমিহীন সমবায় সমিতির সভাপতি মাহবুব আলম, স্থানীয় আওয়ামীলীগ নেতা কাজী আবদুল খালেক, বড়ছড়া যুব সমাজের সভাপতি নুরুল আবছার, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপাচার্য জানান, স্থানীয় গ্রামবাসী ও চেয়ারম্যানের অনুরোধে এই সড়কটি বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহযোগিতায় নির্মাণ করা হচ্ছে। এতে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় হবে। প্রথম ধাপে নির্মাণাধীন এ রাস্তার দৈর্ঘ হবে ৮৩০ ফুট এবং প্রস্থে হবে প্রায় ১৩ ফুট। পাশে থাকবে পাকা ড্রেন। এ রাস্তার কিছু অংশ হবে আরসিসি ঢালাই আর কিছু অংশ এইচবিবি। পরবর্তীতে এই সড়কটি গুণগত মানে আরো উন্নত করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।