৩০ আগস্ট, ২০২৫ | ১৫ ভাদ্র, ১৪৩২ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫

দক্ষিণ আফ্রিকা জুজু কাটাতে পারবেন তামিম

দেশ কিংবা দেশের বাইরে, তামিম ইকবালের ব্যাট হাসলে হাসে বাংলাদেশও। নিজের ঘরে অবশ্য অনেকেই দাপট দেখাতে পারে, পরের ডেরায় দেখাতে পারে ক’জন? এই একটা জায়গায় গলা উঁচু করেই কথা বলতে পারবেন তামিম ইকবাল। সাদা পোশাকে দেশের চেয়ে যে দেশের বাইরেই বেশি উজ্জ্বল বাঁ-হাতি এই ওপেনারের ব্যাট!

৫১ টেস্টের ক্যারিয়ারে তামিম রান করেছেন ৩৯.৬৫ গড়ে ৩৮৪৭ রান। দেশের মাটিতে ৩২ টেস্টে গড় ৩৯.৬১ করে। বিদেশের মাটিতে যেন আরও উজ্জল। দেশের চেয়েও এগিয়ে তার রান তোলার গড়। ১৯টি অ্যাওয়ে টেস্টে তামিমের ব্যাটিং গড় ৩৯.৭২ করে।

অস্ট্রেলিয়া, ভারত কিংবা পাকিস্তানের মত টেস্ট ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে এই গড়টা চল্লিশেরও উপরে। ক্রিকেটের জনক ইংল্যান্ডের বিপক্ষে তো একেবারে ঈর্ষা জাগানিয়া। ইংলিশদের বিপক্ষে ছয় টেস্টে ৬১.৩৩ গড়ে রান করেছেন দেশসেরা এই ওপেনার। ব্যতিক্রম শুধু দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিপক্ষে খেলতে নামলেই কি যেন এক অজানা জুজু ঘিরে ধরে এই ব্যাটসম্যানকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় টেস্টে তামিমের ব্যাটিং গড় মাত্র ১৬.৬০। প্রোটিয়াদের মাটিতে সেটা একটু বেশি। তাও সন্তোষজনক নয়। মাত্র ১৯.৮০ করে। তামিম অবশ্য এই একটা ব্যাপারে প্রতিবাদ জানাতে পারেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে খুব একটা খেলার সুযোগই হয়নি তার। খেলেছেন মাত্র দুটি টেস্ট, সেটাও সেই ২০০৮ সালে।

সে সময় বয়স, অভিজ্ঞতা দুই-ই কম ছিল তামিমের। এখনকার তামিমের সঙ্গে সেই অপরিপক্ক তামিমকে মেলানো ভুল হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের সর্বশেষ ইতিহাসগড়া টেস্ট জয়ের দিকেই তাকিয়ে দেখুন! ব্যাটসম্যানদের বধ্যভূমি হয়ে পড়া পিচে দুই ইনিংসেই সত্তোরোর্ধ রান করেছিলেন তামিম। এবার এই ছন্দটা দক্ষিণ আফ্রিকার মাটিতে টেনে নেয়ার পালা!

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।