১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

ছাত্রলীগ কর্মী আসিফের ব্যাতিক্রমী উদ্যোগ

থেমে নেই ছাত্রলীগ: গভীর রাতেও মূমুর্ষ রোগী নিয়ে ছুটছে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদকঃ দেশে করোনার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে । এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ছাড়িয়েছে পাশাপাশি বেড়ে চলছে মৃত্যুর সংখ্যাও ।আক্রান্তের দিক দিয়ে বর্তমানে চীনকেও ছাড়িয়েছে বাংলাদেশ।দেশের এমন ক্রান্তিলগ্নে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে ছাত্রলীগ দেশে করোনা মহামারীর শুরু থেকেই মাঠে আছে ছাত্রলীগ । বিভিন্ন ধরণের ইতিবাচক কাজ করে ইত্যিমধ্যে সারাদেশে সুনাম অর্জন করেছে ছাত্রলীগ ।টেকনাফ থেকে তেতুঁলিয়া বসে নেই ছাত্রলীগের একটি কর্মীও।

তারই ধারবাহিকতায় পর্যটন নগরী কক্সবাজারেও থেমে নেই ছাত্রলীগ । মহামারী করোনার শুরু থেকেই মাঠে আছে কক্সবাজারের প্রত্যেকটি ছাত্রলীগের কর্মী । কিন্তু এইবার ব্যতিক্রমধর্মী একটি উদ্যােগ হাতে নিলো কক্সবাজার পৌর ছাত্রলীগের আওতাধীন ৪নং ওয়ার্ড ছাত্রলীগ ( উত্তর ) শাখা ।

সনাক্ত বিবেচনায় সারাদেশের ৬৪টি জেলার মধ্যে বর্তমানে চার নাম্বারে অবস্থান পর্যটন নগরী কক্সবাজারের । কক্সবাজারে বর্তমানে আক্রান্তের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে । যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত কক্সবাজার পৌরসভায় ।এরই মাঝে কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডকেই রেড জোন ঘোষনা করেছে জেলা প্রশাসন । রেড জোনে প্রত্যেক ওয়ার্ড আর প্রধান সড়কে জরুরী যানবাহন ছাড়া সকল ধরণের যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন ।

কিন্তু এরই মাঝে হাসপাতালে জরুরী রোগি নিয়ে যেতে বিনা খরচে জরুরী যানবাহন সেবা চালু করেছে ৪নং ওয়ার্ড ছাত্রলীগ( উত্তর) । অত্র ওয়ার্ডে জরুরী হাসপাতালে রোগি নিয়ে যেতে ৫ থেকে ১০মিনিটের মধ্যেই রোগির জন্য গাড়ি পৌছে দিচ্ছে তারা। অনেক সময় তারা নিজেরাই রোগিদের হাসপাতালে পৌছায় দিয়ে আসছে । জরুরী প্রয়োজনে ১০টি টমটম রেখেছে তারা । গভীর রাতে রোগি নিয়ে হাসপাতালে ছুটে যাচ্ছে তারা।ইত্যিমধ্যেই বেশ কয়েকজন মূমুর্ষ রোগিসহ দশজনের অধিক রোগিদের জরুরী হাসপাতালে পৌছে দিয়ে এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে তারা।

এই প্রসঙ্গে অত্র এলাকার বাসিন্দা সাংবাদিক আবুল হাশেম জানান, গত ১০ই জুন হঠাৎ করে আমার স্ত্রীর বুক ব্যাথা বেড়ে যাওয়ার হাসপাতালে নিতে লকডাউনের কারণে যানবাহন না পেয়ে দিশেহারা আমি। হঠাৎ আমার এক ভাগীনা অত্র ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতিকে ফোন করলে ফোন করার ৫মিনিটের মধ্যেই টমটম নিয়ে ছাত্রলীগ হাজির হয় আমার বাড়ির সামনে।দ্রুত সময়ে হাসাপাতালে পৌছাতে পারায় আমার স্ত্রী বিপদ মুক্ত হয় ।দ্রুত তাদের এই সেবাটি পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি।

এ বিষয়ে অত্র ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আসিফুল করিম জানান, আমরা রাজনীতি করি মানুষ ও মানবতার জন্য। করোনাকালীন এই  সময়ে এলাকার মানুষের বিপদে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আমাদের এ ধারা অব্যাহত থাকবে। আমাদের সকলের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।