৩ নভেম্বর, ২০২৫ | ১৮ কার্তিক, ১৪৩২ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ত্রাণ বিতরণের নামে উখিয়ায় প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা


শফিক আজাদ,(চীপ রিপোর্টার): ত্রাণ বিতরণের নামে উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হারুন অর রশিদের উপর ২০/২৫জনের দুর্বৃত্ত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। এসময় বাধা দিতে গিয়ে একই বিদ্যালয়ে সহকারী শিক্ষক মাষ্টার শাহ জাহানের উপর বেপরোয়া হামলা চালিয়ে তাকেও গুরুর জখম করে। বর্তমানে আহত দুই শিক্ষককে উখিয়ার প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৭টার দিকে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সরকার দলীয় ব্যানারে চট্টগ্রামস্থ কিছু উশৃংখল যুবক কুতুপালংয়ে ত্রাণ দিতে আসে। এসময় তাদের ব্যবহৃত গাড়ী গুলো পাকিং করার জন্য উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে আসে। গাড়ী থেকে কয়েকজন যুবক নেমে প্রাথমিক বিদ্যালয়ের মুল গেইটের এক পাশ দিয়ে মাঠে ঢুকে। তাদের সাথে গাড়ী গুলো গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করায় যুবকেরা। ততক্ষণে খবর পেয়ে প্রধান শিক্ষক মাষ্টার হারুন অর রশিদ এসে তাদের নিকট থেকে বিষয়টি জানতে চাইলে তারা তেলে বেগুণে জ¦লে উঠে বেধড়ক মারধর করে মাঠিতে ফেলে দেয়। ওই সময় সহকারী শিক্ষক শাহজাহান প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পেছন থেকে দৌড়াই নিয়ে গিয়ে মরিচ্যা থেকে গাড়ী গুলো আটক করলেও দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ মরিচ্যা থেকে গাড়ী গুলো জব্ধ করে থানায় নিয়ে আসে।
উখিয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাষ্টার কামাল উদ্দিন বলেন, ত্রাণ বিতরণ করতে এসে একদল দুর্বৃত্ত কর্তৃক একজন শিক্ষকের উপর এ ধরনের হামলা কখনো কাম্য নয়। যেহেতু শিক্ষকেরা হচ্ছে জাতি গড়ার কারিগর এবং সম্মানিত ব্যক্তি। আমরা শিক্ষক সমাজ এসব ঘঠনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। তিনি আরো বলেন, এ ঘটনায় উখিয়ার সর্বস্তরের মানুষের আহবানে এক প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে।
এব্যাপারে একাধিকবার চেষ্টা করেও উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়েরের নিকট থেকে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন বলেন, হামলাকারীরা যত বড় ক্ষমতাধর হোক না কেন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।