১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

তীব্র তাপদাহে মানুষের পাশে মেয়র মাহাবুব

সংবাদ বিজ্ঞপ্তি;

বৈশাখের তাপদাহে পুড়ছে দেশ। বিগত কয়েক দিনের তাপমাত্রা অসহনীয় হয়ে উঠেছে কক্সবাজার পৌরবাসী। প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত তখন পৌরবাসীর মাঝে সুপেয় পানি ও খাবার স্যালাইন নিয়ে হাজির হয়েছে কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। শহরের ৬টি পয়েন্টে পথচারী, যাত্রী, পর্যটক, দিনমজুর, খেটে পাওয়া মানুষ ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছেন মেয়র। সেই সঙ্গে মেয়র জানিয়েছেন, যতদিন দাবদাহ থাকবে ততদিন এই উদ্যোগ অব্যাহত রাখবেন এবং আরো বেশি পয়েন্টে পানি ও স্যালাইন বিতরণ করা হবে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল থেকে শহরের খুরুশকুল রাস্তার মাথা, বাজারঘাটা, লালদিঘীপাড়, গোলদিঘীপাড়, ঘুনগাছতলা ও কলাতলী ডলফিন মোড়ে ৬ হাজার করে পানি ও স্যালাইন বিতরণ করতে। পথচারীরাও তৃষ্ণা ও দুর্বলতা মেটাতে আগ্রহ নিয়ে গ্রহণ করছে এই সেবা।

সকালে ঘুনগাছতলায় এই কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। পরে কলাতলী ডলফিন মোড়ে উদ্বোধন করেন মেয়র। এই সময় কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু, আক্তার কামাল আজাদ, এম.এ মনজুর উপস্থিত ছিলেন। অন্যান্য পয়েন্টে কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, রাজ বিহারী দাশ, আমিনুল ইসলাম মুকুল, সাহাব উদ্দিন সিকদার, এহেছান উল্লাহ ও ওসমান সরওয়ার টিপু এই কার্যক্রম উদ্বোধন করেন।

বিনামূল্যে পানি ও স্যালাইন বিতরণ প্রসঙ্গে কক্সবাজার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টি না হওয়ায় প্রচন্ড গরমে মানুষ কষ্ট পাচ্ছে। মানুষের কষ্টের কথা চিন্তা করে পৌরসভার উদ্যোগে এমন সেবামূলক কার্যক্রম আমরা শুরু করেছি। এই কার্যক্রম চলমান থাকবে। প্রাথমিক ভাবে পৌরসভার ৬টি পয়েন্টে এ কার্যক্রম চলছে। কাল (রোববার) থেকে ১১ টি পয়েন্টে বিতরণ করা হবে। যতদিন এই গরমের তীব্রতা কমবে না ততদিন এমন কার্যক্রম চলমান থাকবে। এই সেবামুলক কার্যক্রমে প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলররাও নিয়োজিত থাকবেন।

এই সময় এক রিকশাচালক বলেন, রোদে রিকশা চালিয়ে গলা শুকিয়ে গিয়েছিল। এখানে দেওয়া পানি ও স্যালাইন খেয়ে এখন ভালো লাগছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।