২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশ করেছেন শেখ হাসিনা: কউক চেয়ারম্যান

কক্সবাজারকে উন্নতশীল বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার বিষয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এবং অ্যাকশন এইড বাংলাদেশ এর মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কউকের মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কউক চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।
এসময় কক্সবাজার জেলার সার্বিক উন্নয়ন,  সুনীল অর্থনীতি, ইকো ট্যুরিজ্যম, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট, বর্জ্য ব্যবস্থাপনাসহ সম্পন্ন হওয়া প্রকল্প, চলমান প্রকল্প এবং হাতে নেয়া বিভিন্ন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে আলোকপাত করা হয়।
কউক চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার বলেন, ‘এদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে কক্সবাজারে বড় বড় প্রকল্পের কাজ শেষ হয়েছে। তন্মধ্যে হলিডে মোড় থেকে বাসটার্মিনাল বৃহত্তর সড়ক, শহরের বিভিন্ন মোড়ে মনোরম ভাস্কর্য, বিমানবন্দর সম্প্রসারণ, খুরুশকুল আশ্রয়ন প্রকল্পসহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হয়েছে।
এছাড়াও নাফ ট্যুরিজম পার্ক, সাবরাং ট্যুরিজম পার্ক, দোহাজারি থেকে ঘুমধুম রেল লাইনের মতো অভাবনীয় কর্মযজ্ঞ  চলমান রয়েছে। অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, ‘একজন বাংলাদেশী হিসেবে বিভিন্ন দেশে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে আমার। এদেশের নাগরিক হিসেবে আমি গর্ব করতে পারি আমাদের সহযোগিতা এবং সহমর্মিতার সামর্থ্য রয়েছে। এর উদাহারণ হিসেবে রোহিঙ্গা সংকটের কথা বলতে পারি। এতো বড় জনগোষ্ঠীকে সহযোগিতা করে বিশ্বে দৃষ্টান্ত রেখেছে বাংলাদেশ।’
তিনি আরও বলেন, ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিকল্পনার কর্মযজ্ঞগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো লাগার মতো। কউকের উদ্যোগে এই জেলাকে স্বপ্নের মতো সুন্দর করার পরিকল্পনাকে আমি স্বাগতম জানাই। একই সাথে সচেতনতার সঙ্গে এসব সম্পদ ব্যবহারের আহ্বান জানাই। সবমিলিয়ে উন্নয়নের সঙ্গে দেশ এগিয়ে যাক এটাই প্রত্যাশা।’
এ সময় কউক এর সদস্য (প্রকৌশল) লে. কর্নেল তাহসিন বিন আলম, কউক সচিব আবুল হাসেম, সাবেক সদস্য লে. কর্নেল মো. খিজির খানসহ কউক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।