২০ আগস্ট, ২০২৫ | ৫ ভাদ্র, ১৪৩২ | ২৫ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

ডুলাহাজারা বাজারে বিক্রি হচ্ছে ফরমালিন যুক্ত সবজি

picsart_1480594126367
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজারে ফরমালিন যুক্ত তরিতরকারি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। হাটের দিনে শীতকালীন সবজিতে ভরে গেলেও অতিরিক্ত দাম হওয়ায় রীতিমত হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত ও নিন্মবিত্ত পরিবারগুলো। ডুলাহাজারা তরকারী বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি বেগুন ৫০-৬০টাকা, শিম ৭০-৮০টাকা, টমেটো ৭০-৮০টাকা, মুলা ৩৫-৪০টাকা, কিরা ৪০-৫০টাকা, বরবটি ৪৫-৬০টাকা, ফুলকপি ৫৫-৬০টাকা, গুল আলু ৩৫-৪০টাকা, তিতা করলা ৭০-৮০টাকা, কাঁচা মরিচ ৬০টাকা দরে বিক্রি হচ্ছে।
যা এই সময়ে অন্যান্য বছর সবজির দাম আরো অনেক কম ছিল। আকাশ চুম্বি দাম তার উপর যদি হয় ফরমালিন তা যেন ক্রেতা সাধারণের জন্য কাটা ঘাঁয়ে লবণ ছাড়া কিছুই নয়। ডুলাহাজারা তরকারি বাজারের নিয়মিত দোকানদার হৃদয় দে জানান বর্তমানে বাজারে পর্যাপ্ত ফরমালিন যুক্ত সবজি পাওয়া যাচ্ছে। যা সাধারণ দামের চাইতে কিছুটা কম দামে পাওয়া যায়। তার পার্শ্ববর্তী দোকানেও ওইসব ফরমালিন যুক্ত সবজি বিক্রি হচ্ছে বলে জানান তিনি। ব্যাবসায়ী হৃদয়ের মতে বাজারে পাওয়া সবজি পাইকারী আরদে আসার আগেই ফরমালিন মিশ্রিত করা হয়। পরে আরদ থেকে বিভিন্ন বাজারের খুচরা ব্যাবসায়ীরা নিয়ে এনে জনসাধারণের কাছে বিক্রি করেন। ফরমালিন একটি বিষাক্ত রাসায়নিক উপদান যা মানবদেহের মারাত্মক ক্ষতিকর। বিভিন্ন জটিল রোগে আক্রান্তের মূলে রয়েছে এই ফরমালিন।
বিশেষজ্ঞ ডাক্তারের মতে ফরমালিন হাইড্রোজেন পার অক্সাইড, কারবাইডসহ বিভিন্ন ধরনের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহারের কারণে কাশি, শ্বাসকষ্ট, বদহজম, আলসার, চর্মরোগসহ বিভিন্ন রোগ হয়ে থাকে। ধীরে ধীরে এসব রাসায়নিক পদার্থ লিভার, কিডনি, হার্ট, স্মৃতি শক্তি ও ব্রেন ধ্বংস করে দেয়। ফরমালিনযুক্ত খাদ্য গ্রহণ করার ফলে পাকস্থলী, ফুসফুস ও শ্বাসনালিতে ক্যান্সার হতে পারে। এদিকে ডুলাহাজারা বাজারে ফরমালিন মিশ্রিত সবজি বিক্রি বিষয়ে জানাতে চাইলে বাজার পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমান প্রিয় চট্টগ্রামকে বলেন, এব্যাপারে আমার কাছে এখনো অভিযোগ আসেনি। ফরমালিন মিশ্রিত কেউ এবাজারে সবজি বিক্রি করছে জানতে পারলে তাকে আমরা ছাড় দেব না। তাৎক্ষণিক ওই বিক্রেতার বিরুদ্ধে কমিটির বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।