১৭ ডিসেম্বর, ২০২৫ | ২ পৌষ, ১৪৩২ | ২৫ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের

ট্রাম্পের ১০০ দিনেই যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি তিন বছরে সর্বনিম্ন

এ বছরের প্রথম তিন মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি ০.৭ শতাংশে ঠেকেছে। আর এটি গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। ২০১৪ সালের পর মার্কিন অর্থনীতির এমন গতিহীন অবস্থা এবারই প্রথম। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস নামে। তার একের পর এক নির্বাহী আদেশে উদ্বেগ ছড়িয়েছে। তবে তার পরেও নানা কারণে বহু নির্বাহী আদেশ তিনি বাস্তবায়ন করতে পারেননি।
ট্রাম্পের তিন মাসের শাসনামলে গত তিন বছরের মধ্যে প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রবৃদ্ধি চার শতাংশে বৃদ্ধি করার ঘোষণা দিয়েছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার্থে গত বুধবার করপোরেশন ট্যাক্স কমানের প্রস্তাব করে হোয়াইট হাউস। তাতে বলা হয়, ব্যববাসীয় করের পরিমাণ ৩৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হবে।
শনিবার ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির ১০০ কার্যদিবস পূর্ণ হচ্ছে। তবে তাঁর এ সময়ের শাসনামলে জাতীয় প্রবৃদ্ধির হার মাত্র ০.৭ শতাংশ। ২০১৪ সালের পর এটি সর্বনিম্ন প্রবৃদ্ধির হার। গত বছর এ সময়ে প্রবৃদ্ধির হার ছিল ০.৮ শতাংশ।
যুক্তরাষ্ট্রের ক্লোজ ব্রাদারস এসেট ম্যানেজমেন্ট’র প্রধান বিনিয়োগ কর্মকর্তা মিস কার্টিস মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পরিমাণ বছরের বাকি সময়ে কম থাকবে।
দুইদিন আগেই যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্টিভেন ম্নুচিন ও জাতীয় অর্থনৈতিক পরিচালক গ্যারি কোহেন বলেছেন, জাতীয় প্রবৃদ্ধির হার ৩ শতাংশ বা তা বেশি বৃদ্ধি করা সম্ভব। আর প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন ৪ শতাংশ সম্ভব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।