
টেকনাফ উপজেলা হাসপাতালে দীর্ঘদিন পর অপারেশন থিয়েটার চালু হওয়ায় টেকনাফবাসীর প্রাণের দাবী পূরণ হয়েছে।
জানা যায়-গত ২৯ অক্টোবর সকাল ১০টা হতে টেকনাফ ৫০শয্যাবিশিষ্ট উপজেলা সদর হাসপাতালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় অপারেশন থিয়েটার কার্যক্রম আনুষ্ঠানিক চালু করা হয়। এতে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু সার্জারী বিভাগের কনসালটেন্ট গোলাম হাবীব ময়না ও তাঁর দল প্রায় ২০জন শিশুর অপারেশন কার্যক্রম সম্পন্ন করেন। দীর্ঘদিন পর এই কার্যক্রম টেকনাফে চালু হওয়ায় এটি চালুকরণে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে ভূক্তভোগী জনসাধারণ চিকিৎসাক্ষেত্রে অপারেশন কার্যক্রমের জন্য জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালের উপর নির্ভরশীল থাকতো। এই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুমন বড়–য়া জানান-এইটি চালুর ফলে চিকিৎসা কার্যক্রমে যেমন গতি আসবে তেমনি টেকনাফবাসীর অনেক চাওয়া-পাওয়ার অন্যতম একটি দাবী।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।