১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২ | ২২ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম   ●  মানবিক কাজে বিশেষ অবদান; হাসিঘর ফাউন্ডেশনকে সম্মাননা প্রদান   ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ২ দিন জাহাজ চলাচল বন্ধ

কক্সবাজারসময় ডেস্কঃ উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের নিরাপত্তার দিকটা মাথায় রেখে ২৩ ও ২৪ মার্চ দুই দিন এ নৌপথে সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। এ দুই দিন দেশি-বিদেশি কোনও পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যেতে পারবেন না। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, আগামী ২৪ মার্চ উখিয়া ও টেকনাফ উপজেলায় ভোটগ্রহণ হবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘নির্বাচনকে ঘিরে নিরাপত্তার কথা চিন্তা করে ২৩ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। এ রুটে দুই দিন জাহাজ চলাচল বন্ধ থাকবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরিদর্শক (পরিবহন) মোহাম্মদ হোসেন বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে দুই দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’

কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাহাজ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। তাই টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে দুই দিন জাহাজ চলাচল বন্ধ রাখা হবে।’

টেকনাফ নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী (নৌকা), বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ (আনারস) ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম (মোটরসাইকেল)। এ ছাড়া, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন, নারী ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ভোটার সংখ্যা একলাখ ৪৫ হাজার ৮৮ জন। এর মধ্যে পুরুষ ৭২ হাজার ৬৫৭ ও নারী ৭৩ হাজার ১৫১ জন। উখিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হামিদুল হক চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া, ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কামরুল নেছা বেবী। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা একলাখ ১৮ হাজার ৭৮৫ জন। এর মধ্যে ৬০ হাজার ৪৮৮ জন পুরুষ ও ৫৮ হাজার ২৯৭ জন নারী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।