১৪ আগস্ট, ২০২৫ | ৩০ শ্রাবণ, ১৪৩২ | ১৯ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ২ দিন জাহাজ চলাচল বন্ধ

কক্সবাজারসময় ডেস্কঃ উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের নিরাপত্তার দিকটা মাথায় রেখে ২৩ ও ২৪ মার্চ দুই দিন এ নৌপথে সব পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। এ দুই দিন দেশি-বিদেশি কোনও পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যেতে পারবেন না। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান এসব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, আগামী ২৪ মার্চ উখিয়া ও টেকনাফ উপজেলায় ভোটগ্রহণ হবে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।

মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘নির্বাচনকে ঘিরে নিরাপত্তার কথা চিন্তা করে ২৩ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে। এ রুটে দুই দিন জাহাজ চলাচল বন্ধ থাকবে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের পরিদর্শক (পরিবহন) মোহাম্মদ হোসেন বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে দুই দিনের জন্য টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’

কেয়ারি সিন্দাবাদ টেকনাফের ব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাহাজ চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। তাই টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে দুই দিন জাহাজ চলাচল বন্ধ রাখা হবে।’

টেকনাফ নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মোট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী (নৌকা), বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ (আনারস) ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম (মোটরসাইকেল)। এ ছাড়া, ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন, নারী ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ভোটার সংখ্যা একলাখ ৪৫ হাজার ৮৮ জন। এর মধ্যে পুরুষ ৭২ হাজার ৬৫৭ ও নারী ৭৩ হাজার ১৫১ জন। উখিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হামিদুল হক চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া, ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কামরুল নেছা বেবী। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা একলাখ ১৮ হাজার ৭৮৫ জন। এর মধ্যে ৬০ হাজার ৪৮৮ জন পুরুষ ও ৫৮ হাজার ২৯৭ জন নারী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।