২৭ ডিসেম্বর, ২০২৫ | ১২ পৌষ, ১৪৩২ | ৬ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানায় জিডি   ●  গ্রামে গ্রামে আনন্দের স্রোত   ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা

টেকনাফ সীমান্তে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

bgb-naf-640x353কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা অনুপ্রবেশ পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মিয়ানমারে সহিংস পরিস্থিতির প্রেক্ষিতে অনুপ্রবেশরোধ সহ সীমান্তের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ।

তিনি জানান, বুধবার রাত থেকে নিয়মিত টহল দলের সাথে অতিরিক্ত ৩ প্লাটুন অর্থাৎ এক প্লাটুনে ৩০ জন করে ৯০ জন বিজিবি সদস্য অতিরিক্ত টহলে রয়েছে। এছাড়া টেকনাফ সীমান্তের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, মিয়ানমার থেকে কোন রোহিঙ্গা অনুপ্রবেশ করতে পারছে না বলেও জানান তিনি।

এব্যাপারে বিজিবি অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদের কাছে জানতে চাইলে জানান, অনুপ্রবেশ রোধে অতিরিক্ত বিজিবি মোতায়েন সহ বিওপি ফাঁড়ি এলাকা গুলোতে স্থানীয় বাসিন্দাদের সাথে সচেতনতামূলক সভা করা হয়েছে। কয়েকদিন আগে খারাংখালী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ৮৬ জনকে পুশব্যাক করা হয়েছে বলে জানান তিনি।

তারপরও দীর্ঘ সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে দুয়েকজন রোহিঙ্গা ঢুকে যাওয়া অস্বাভাবিক নয়। তবে কোন রোহিঙ্গা অনুপ্রবেশের খবর বিজিবির জানা নেই বলে জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।