
টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলমের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২২মার্চ বেলা সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলা পরিষদের অফির্সাস ক্লাব মিলনায়তনে উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির উদ্যোগে বিদায় সম্বর্ধনা সভা উপজেলা খেলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ আলম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও বিদায়ী ইউএনও মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ। মোহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসাইন,একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুল আবছার,উপজেলা প্রকৌশলী মোঃ আবছার উদ্দিন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সাংবাদিক গিয়াস উদ্দিন,বশিরুল ইসলাম প্রমুখ। বিদায় সম্বর্ধনা সভায় উপজেলা ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনার জবাবে বিদায়ী ইউএনও বলেন মাদকের অভিশাপে অভিশপ্ত টেকনাফের খেলা-ধূলা উন্নয়নে বর্তমান ক্রীড়া সংস্থা,খেলোয়াড় সমিতিসহ উপজেলা প্রশাসন সক্রিয় থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।