২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

টেকনাফ উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রধানের হ্নীলা হাইস্কুল পরিদর্শন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমপিও স্থগিতাদেশ ধামাচাপা দেওয়ার বিষয় খতিয়ে দেখার জন্য উপজেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটি প্রধান নির্বাহী ম্যাজিষ্ট্রেট হ্নীলা হাইস্কুল পরিদর্শন করেছেন।
জানা যায়, ৩ডিসেম্বর বিকাল সাড়ে ৩টারদিকে টেকনাফ উপজেলা প্রশাসন কর্তৃক গঠন করা তদন্ত কমিটি প্রধান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা হ্নীলা হাইস্কুল পরিদর্শন করেন। এসময় তিনি অভিযুক্ত শিক্ষককে উপস্থিত না পেলেও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোরশেদ ও শিক্ষকদের সাথে কথা বলেন। এরপর তিনি স্কুল ত্যাগ করেন। উল্লেখ্য,সংবাদপত্রে প্রকাশিত সংবাদের সুত্রধরে গত ২১নভেম্বর টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ হোসেন ছিদ্দিক সংবাদের সত্যতা খতিয়ে দেখার জন্য নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমাকে প্রধান করে ৩সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।
গত ২০১৬ সালের আলহাজ্ব আলী আছিয়া স্কুল জেএসসি পরীক্ষা কেন্দ্রের ২নং কক্ষে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় মুখে উত্তর বলে দেওয়ার অপরাধে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সালামের এমপিও (মানি পেমেন্ট অর্ডার) স্থগিত করার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক আদেশে তদন্ত কমিটির প্রতিবেদন এবং পরীক্ষা সংক্রান্ত শৃংখলা কমিটির সুপারিশমতে ওই শিক্ষকের এমপিও স্থগিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম গত ১২/০৭/২০১৭ইং স্বাক্ষরিত স্মারক নং-চশিবো/প্রশা-২/ বিভিন্ন /২১১/৯৮/ (অংশ-৩/৪১০/(৬) তারিখ-১২/০৭/২০১৭ইং এবং সুত্র : শৃংখলা কমিটির ২৩/ ০৪/ ২০১৭ইং তারিখের সুপারিশ বাস্তবায়ন করে মাষ্টার আব্দুস সালামের এমপিও বাতিল করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজার জেলা প্রশাসক,বিদ্যালয় পরিদর্শক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রাম, উপপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,চট্টগ্রাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা টেকনাফ ও সংরক্ষণ নথি রেখে পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়। উক্ত বিষয়টি ধামা-চাপা দেওয়ার অভিযোগ উঠে সংবাদ প্রকাশিত হলে উপজেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার জন্য উক্ত তদন্ত কমিটি গঠন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।