১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১ আশ্বিন, ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

টেকনাফে ৪ কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু মঙ্গলবার

jsc20151031135926
সারা দেশের ন্যায় টেকনাফে ও দ্বিতীয় বৃহত্তম পাবলিক পরীক্ষা ১ নভেম্বর মঙ্গলবার শুরু হচ্ছে। টেকনাফের ১৬টি স্কুল-বালিকা স্কুলের ৩টি জেএসসি এবং ১০টি মাদ্রাসা ও মহিলা মাদ্রাসার ১টি জেডিসি কেন্দ্রে এইবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ২১৩৪জন পরীক্ষার্থী অংশ-গ্রহণের কথা রয়েছে।
জানা যায়-১লা নভেম্বর মঙ্গলবার সকাল ১০টা হতে বিকাল ১টা পর্যন্ত টেকনাফ উপজেলার ১নং জেএসসি পরীক্ষা কেন্দ্র টেকনাফ পাইলট হাইস্কুল কেন্দ্রে আলহাজ আলী-আছিয়া হাইস্কুল,টেকনাফ এজাহার বালিকা বিদ্যালয়, শাহপরীরদ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়, নয়াপাড়া হাজী নবী হোসেন উচ্চ বিদ্যালয় ও বিজিবি পাবলিক স্কুলের পরীক্ষার্থীরা অংশ নেবেন। ২নং জেএসসি পরীক্ষা কেন্দ্র টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়,মারিশবনিয়া উচ্চ বিদ্যালয়,সাবরাং উচ্চ বিদ্যালয়,সেন্টমার্টিন বিএন উচ্চ বিদ্যালয় ও লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নেবেন। ৩নং জেএসসি পরীক্ষা কেন্দ্র হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হ্নীলা উচ্চ বিদ্যালয়,হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়,লেদা নিম্মা মাধ্যমিক বিদ্যালয়,নয়াবাজার উচ্চ বিদ্যালয়,কাঞ্জরপাড়া নিম্মমাধ্যমিক বিদ্যালয়,শামলাপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নেবেন। জেডিসি পরীক্ষার একমাত্র কেন্দ্র ৪নং হ্নীলা রঙ্গিখালী দারুল উলুম ফাজিম মাদ্রাসা কেন্দ্রে উপজেলার প্রত্যন্ত এলাকার ১০টি মাদ্রাসা ও বালিকা মাদ্রাসার পরীক্ষার্থীরা অংশ নেওয়ার কথা রয়েছে। টেকনাফে ১৬টি প্রতিষ্ঠানে এইবারের জেএসসি পরীক্ষার্থী ১হাজার ৫শ ১৯জন এবং ১০টি মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী ৬শ ১৫জন বলে জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সুত্র জানায় শুরু হতে যাওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।