বৃহস্পতিবার বেলা ১২টায় সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম ফিরোজ হাছান বাদী হয়ে এ মামলা করেন।
এদিকে উদ্ধার হওয়া ১১৬ মালয়েশিয়াগামী যাত্রীদের দুপুর ২টায় কক্সবাজার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
টেকনাফ থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) কবির হোসেন জানান, কোস্টগার্ড বাদী হয়ে ৩৯ জন মানব পাচারকারীর নাম উল্লেখ করে মামলা করেছে। মানব পাচারের সঙ্গে সারাদেশে সক্রিয় সংঘবদ্ধ সদস্যরা জড়িত থাকায় মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে অনেককে।
ওসি তদন্ত জানান, উদ্ধার হওয়া ১১৬ জন যাত্রীকে বৃহস্পতিবার কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে মঙ্গলবার বিকেলে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলের ৫ কিলোমিটার উত্তরে ভাসমান অবস্থায় ১১৬ জন যাত্রীসহ থাইল্যান্ডের মালিকানাধীন একটি ট্রলার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সকলেই কক্সবাজারসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা ।

২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।