৩ নভেম্বর, ২০২৫ | ১৮ কার্তিক, ১৪৩২ | ১১ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

টেকনাফে সূর্যের হাসি ক্লিনিকে রোহিঙ্গা শরণার্থীদের প্রসবসহ বিভিন্ন সেবা প্রদান অব্যাহত

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হ্নীলা মৌলভী বাজার সূর্যের হাসি ক্লিনিকে স্থানীয়দের পাশাপাশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা প্রসূতিদের প্রসবসহ নানাবিধ প্রাতিষ্ঠানিক সেবা প্রদান অব্যাহত রয়েছে।
তথ্যানুসন্ধানে জানা যায়,গত ৩০আগষ্ঠ হতে উপজেলার প্রসূতি সেবা প্রদান ও মাতৃস্বাস্থ্য সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান হ্নীলা সূর্যের হাসি ক্লিনিকে মিয়ানমার হতে নিপীড়নের শিকার হয়ে বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পালিয়ে আসা কাচাঁরী বিলের ইলিয়াছের স্ত্রী হোসনে আরা,কেয়ামংয়ের সেলিমের স্ত্রী শাহেনা আক্তার,বলী বাজারের রফিকের স্ত্রী সাজেদা বেগম,ইলিয়াছের স্ত্রী জমিলা খাতুন,জান্নাত উল্লাহর স্ত্রী সনজিদা বেগম,বুছিদংয়ের আব্দুল্লাহর স্ত্রী অজিরা খাতুন,আব্বাস উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম,মোঃ বাসেরের স্ত্রী সেতারা,ফকিরা বাজারের আব্দুস সোবহানের স্ত্রী খালেদা বেগম,মন্ডু শাহেব বাজারের শামসু মিয়ার স্ত্রী জুহুরা বেগম,টম বাজারের সৈয়দ নুরের স্ত্রী আছিয়া খাতুন,রাচিদংয়ের ফারুকের স্ত্রী তাহেরা বেগম,চমইংগ্যার আমির হামজার স্ত্রী শওকত আরা,সায়ার বিলের আক্তারের স্ত্রী জেসমিন,কোয়ার বিলের ফরিদের স্ত্রী ছবুরা খাতুনসহ ২৪জন প্রসূতি মাকে বিনামূল্যে প্রাতিষ্ঠানিক প্রসব সেবা প্রদান করে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানো হয়। এছাড়া ৫শ ৬৩জন রোহিঙ্গা নারী ও শিশুরা বিনামূল্যে স্বাস্থ্য সম্পর্কিত চিকিৎসা সেবা ও ঔষুধপত্র গ্রহণ করেছেন। এই প্রতিষ্ঠানে প্রতিদিন স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গা শরনার্থীদের বিভিন্ন সেবা প্রদান অব্যাহত রয়েছে।
এই ব্যাপারে হ্নীলা সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বাবু অজয় কুমার চৌধুরী জানান,আমরা ধর্ম,বর্ণ নির্বিশেষে প্রসূতি সেবা এবং মাতৃস্বাস্থ্য সেবায় নিয়োজিত রয়েছি। সবাইকে অপুষ্টিজনিত সমস্যাসহ যাবতীয় মাতৃস্বাস্থ্য বিষয়ক সেবা গ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।