১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

টেকনাফে সারা দেশের ন্যায় এইচএসসি ও আলিম পরীক্ষা শুরুঃ উভয় কেন্দ্রে অনুপস্থিত ৮জন পরীক্ষার্থী


টেকনাফে সারা দেশের ন্যায় এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ ৬১জন পরীক্ষার্থীদের মধ্যে ৮জন অনুপস্থিত রয়েছে।
সরেজমিনে ২এপ্রিল সকাল ১০টায় রঙ্গিখালী দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আলিম পরীক্ষা কেন্দ্রে জমিরিয়া দারুল কোরআন সিনিয়র মাদ্রাসা,হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ও রঙ্গিখালী মাদ্রাসার ১শ ২৮জন পরীক্ষার্থীদের মধ্যে ১শ ২৪জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। ঐকেন্দ্রে ৪জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। অপরদিকে এইচএসসির এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টেকনাফ ডিগ্রী কলেজ ও হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ মিলে ২শ ৩৩জন পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা শুরু হয়। এই কেন্দ্রে পরীক্ষার প্রথম দিনে ৪জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) তুষার আহমদ পৃথকভাবে কেন্দ্র ২টি পরিদর্শন করেন।

এসময় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন খাঁন,পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ নুরুল আবছার,কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ কামাল হোছাইন,জমিরিয়া দারুল কোরআন সিনিয়র মাদরাসার অধ্যক্ষ ফরিদুল আলম নূরী,হ্নীলা শাহ মজিদিয়া মাদরাসা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী এবং এজাহার বালিকা বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় কেন্দ্র তত্ত্বাবধায়ক উপজেলা কৃষি অফিসার মোঃ শফিউল আলম,কেন্দ্র সচিব শিউলী রাণী,হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ.ন.ম তৌহিদুল মাশেক তৌহিদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্রের সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পরিমাণ আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।