১১ নভেম্বর, ২০২৫ | ২৬ কার্তিক, ১৪৩২ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

টেকনাফে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ-১

টেকনাফের হোয়াইক্যংয়ে ইয়াবা ব্যবসায়ীদের হামলায় অপর এক ইয়াবা ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,২জুলাই দুপুর দেড়টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের অবৈধ অস্ত্র মওজুদ এবং ব্যবহারের“ডেরা” হিসেবে পরিচিত নয়াবাজার সাতঘরিয়া পাড়ায় জাফর আলম জরুর পুত্র ইয়াবা ব্যবসায়ী নুরুল কবির (২৪) কে দোকানে বসা অবস্থায় অপর ইয়াবা ব্যবসায়ী নুরুল ইসলামের পুত্র হাবিবুল্লাহ গং গুলিবর্ষণ করে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ নুরুল কবিরকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে সংঘর্ষে জড়িত উভয় পরিবারের লোকজন ইয়াবা চোরাচালানে জড়িত। কতিপয় প্রভাবশালীদের ইন্ধনে তারা প্রায় সময়ে কথায় কথায় প্রকাশ্যে অবৈধ অস্ত্রের ব্যবহার করে জনজীবনকে আতংকিত করে তুলে। সাধারণ মানুষ এসব অবৈধ অস্ত্র উদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থার সাড়াঁশি অভিযান দাবী করেন।
এই ব্যাপারে গুলিবিদ্ধ নুরুল কবিরের পিতা জাফর আলম জরু বলেন,এলাকার পার্শ্ববর্তী বন্ধ একটি দোকানে আমার ছেলে নুরুল কবির দাড়িয়ে থাকলে হাবিবুল্লাহরা ৩জন এসে গুলি করে পালিয়ে যায়। অভিযুক্ত হাবিব উল্লাহর সাথে যোগাযোগ করার চেষ্টা করে মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় মেম্বার ও প্যানেল চেয়ারম্যান রাকিব আহমেদ বলেন,আমি বাহিরে রয়েছি। তবে লোকজন মারফতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কথা শুনেছি। এই ব্যাপারে জানতে চাইলে হোয়াইক্যং ফাঁড়ির আইসি নির্মলেন্দু চাকমা বলেন,পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরধরে এই ঘটনার সুত্রপাত। বিষয়টি তদন্ত স্বাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।