১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২ | ২৪ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

টেকনাফে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু : ১মদিনে অনুপস্থিত-৭পরীক্ষার্থী


সারাদেশের ন্যায় টেকনাফে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে। এতে পরীক্ষার ১মদিনে স্কুলে ১হাজার ৩শ ৭০জনের মধ্যে এএসসিতে ৩জন এবং দাখিলে ৪জনসহ মোট ৭জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
নির্ধারিত সুচী অনুযায়ী ২ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টা হতে উপজেলার ৩টি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ২৩টি প্রতিষ্ঠান ও ১টি দাখিল পরীক্ষার হলে ১০টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা সমবেত হয়। টেকনাফ পাইলট হাইস্কুল কেন্দ্রে ২শ ৭৮জন পরীক্ষার্থীদের মধ্যে ২শ ৭৭জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছেন। এই কেন্দ্রে ১জন পরীক্ষার্থাী অনুপস্থিত রয়েছেন। এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শ ৫১জন পরীক্ষার্থীদের মধ্যে ২শ ৪৯জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এই কেন্দ্রে ২জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। হোয়াইক্যং আলহাজ্ব আলী আছিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৪শ ৮৪জন পরীক্ষার্থীদের মধ্যে সকলে পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। এদিকে দাখিল পরীক্ষার একমাত্র কেন্দ্র রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩শ ৫৭জন পরীক্ষার্থীদের মধ্যে ৩শ ৫৩জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। উক্ত কেন্দ্রে ৪জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা পরীক্ষার হল পরিদর্শন করেন। পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ,কেন্দ্রে বিশৃংখলারোধ, অসদুপায় অবলম্বন বন্ধে কঠোর থাকার জন্য সংশ্লিষ্ট হল সুপার,সচিব এবং হল ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সজাগ থাকার আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।