১১ সেপ্টেম্বর, ২০২৫ | ২৭ ভাদ্র, ১৪৩২ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

টেকনাফে রোহিঙ্গা ত্রাস আবদুল হাকিম ডাকাতের বাসায় অবশেষে বিজিবির অভিযান: স্ত্রীসহ আটক ৩


টেকনাফের ত্রাস,একাধিক হত্যাসহ মামলার আসামী আব্দুল হাকিম ডাকাতের আস্তায় অভিযান চালিয়ে বিজিবি অপহরণের শিকার ব্যক্তি ও ইয়াবা বড়িসহ একাধিক মোবাইল ফোন জব্দ করেছে। এই ঘটনায় হাকিম ডাকাতের স্ত্রী,ভাই ও রোহিঙ্গা নাগরিকসহ ৩জনকে আটক করেছে। আটককৃতদের পৃথক আইনে মামলা দায়েরের পর থানায় সোর্পদ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়-গত ২৩ফেব্রুয়ারী বিকালে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের ত্রাস ও রোহিঙ্গা ডাকাত সর্দার আব্দুল হাকিমের পুরান পল্লান পাড়াস্থ গহীন পাহাড়ের আলিশান বাড়িতে অভিযানে যায়। এসময় ৩হাজার ৯শ ৩৭পিস ইয়াবা,৭টি মোবাইল ও ২টি চাকুসহ করিম উল্লাহ প্রকাশ কবির আহমেদ,স্ত্রী ইসমত আরা ও মিয়ানমার মংডু সিকদার পাড়ার মৃত মোঃ আলীর ছেলে নুরুল আমিনকে আটক করা হয়। এসময় ঘরের পাশ্ববর্তী একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় মুক্তিপনের জন্য আটক করে রাখা শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার নুর মোহাম্মদের পুত্র মোহাম্মদ সেলিমকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোঃ সেলিমকে গত ২০ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টায় টেকনাফ পৌর এলাকার কায়ুকখালী ব্রীজ থেকে অপহরণ করে হাকিম ডাকাতের আস্তানায় নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে রেখে মুঠোফোনে ৮লাখ টাকা মুক্তিপণ দাবী করছিল এবং অন্যথায় হত্যার হুমকি দেয় বলে জানায়। কিন্তু ভাগ্যক্রমে অভিযানে সে উদ্ধার হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। অপহরণের শিকার সেলিম ও বিজিবি বাদী হয়ে মাদক,অপহরণ ও বৈদেশিক নাগরিক আইনে রোহিঙ্গা ডাকাত সর্দার আব্দুল হাকিমকে পলাতক আসামী করে ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন থানায় হস্তান্তরকৃতদের বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।