৯ নভেম্বর, ২০২৫ | ২৪ কার্তিক, ১৪৩২ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

টেকনাফে মৎস্যঘের জবর দখলের চেষ্টা, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং লাতুরীখোলা এলাকায় দীর্ঘদিনের ভোগ দখলীয় চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মৎস্যঘের  জবর দখলের চেষ্টা চালিয়েছে বলে  অভিযোগ উঠেছে। চক্রটি জবর দখল নিতে না পেরে তান্ডব চালিয়ে ঘেরের  ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। এ ব্যাপারে ভুক্তভোগী লোকজন বৃহস্পতিবার রাতে টেকনাফ মডেলা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে প্রকাশ, বেশকিছু বছর আগে  স্থানীয়ভাবে দুই একর জায়গায় চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মৎস্যঘের করা হয়। এরই প্রেক্ষিতে মৎস্যঘেরে মাছ উৎপাদনের জন্য প্রতি বছর লাখ লাখ টাকা বিনিয়োগ করা হয়। এ বছরই তার ব্যর্থয় ঘটেনি। লাখ লাখ টাকা বিনিয়োগ করে ভোগ দখলে রয়েছেন লাতুরীখোলা এলাকার মৃত ফকির মোহাম্মদের ছেলে ওমর আলী, বাচা মিয়ার ছেলে আনু মিয়া, আতর আলীর ছেলে কবির আহমদ সহ অন্যরা। গত ৬ জুন দুপুরের দিকে অতর্কিতভাবে  স্থানীয় আবু তালেবের ছেলে সাবেক মাস্টার ছব্বির আহমদ, মৃত সৈয়দ হোসেনের ছেলে আব্দুল আলীম, মৃত সৈয়দ ফকিরের ছেলে মো. ছিদ্দিক, আবু সিদ্দিক মৃত সোলতান আহমদের ছেলে মো. আলমগীর,  মৃত ওলামিয়া ফকিরের ছেলে মো. আলম, আব্দুল কাদেরের ছেলে মো. সোহেল,  মৃত বাদশা মিয়ার ছেলে জসিম উদ্দিন, মোহাম্মদ কবিরের ছেলে কোরবান আলী, মৃত শাহাব মিয়ার ছেলে আবুল ফয়েজ প্র. সোনা মিয়া, আবু সিদ্দিকের ছেলে আবু তাহের  ঝিমংখালী এলাকার মো. ইব্রাহীম সহ রোহিঙ্গা ভাড়া করে প্রায় দেড় শতাধিক  লাঠিয়াল বাহিনী মৎস্যঘেরটি  জবর দখল করতে অপচেষ্টা চালানো হয়। তাদের বাধা দেয়া হলে দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা বেধড়ক পিটিয়ে  জিম্মি করে রেখে মৎস্যঘেরের বাঁধ কেটে  পানি ছেড়ে দেয়া হয়। পরে সব  মাছ শিকার করে নিয়ে যায় ওই চিহ্নিত দূর্বৃত্তরা। এতে তাদের ১৫ থেকে ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান আবুল কালাম।এ দিকে এই ঘেরটি নিয়ে মামলা চলছে বলেও জানা গেছে। যার নাম্বার অপর ৪০৩/২০২১।
এ মামলায় নিষেধাজ্ঞার জন্য সাবেক মাস্টার  ছব্বির আহমদ ও আব্দুল আলীমকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও তারা আদালতে হাজির হননি বলে জানান বাদী পক্ষের আইনজীবী এস এম ইব্রাহিম খলিল। এ কার্যকলাপের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হবেন বলেও জানান এই আইনজীবী।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ী দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা (এসআই) মো. রুকনুজ্জামান জানান, এখনো অভিযোগ হাতে পাইনি, পেলেই খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।