৩ মে, ২০২৫ | ২০ বৈশাখ, ১৪৩২ | ৪ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

টেকনাফে মুক্তিযোদ্ধা হাফেজ মিয়ার ইন্তেকাল: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

টেকনাফ বাহারছড়ার মুক্তিযোদ্ধা হাফেজ মিয়া ইন্তেকাল করেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় গোরস্থানে এই বীর সেনানীকে চির নিদ্রায় শায়িত করা হয়েছে।

জানা যায,৮জুন সকাল ১০টায় টেকনাফ বাহারছড়া শীলখালীস্থ ইউনিয়ন কমপ্লেক্স মাঠে দেশ মাতৃকার গর্বিত সন্তান মুক্তিযোদ্ধা হাফেজ আহমদ চৌধুরী ওরফে হাফেজ মিয়ার চির বিদায় উপলক্ষ্যে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তুষার আহমদের নেতৃত্বে একদল পুলিশ রাষ্ট্রীয় মর্যাদায় সালাম“গার্ড অব অনার”প্রদান করেন। স্মৃতিচারণোত্তর নামাজে জানাজায় উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি,সাবেক সাংসদ ও জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী,জেলা পরিষদ সদস্য আলহাজ¦ শফিক মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক,মুক্তিযোদ্ধা আইয়ুব বাঙ্গালী,জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক এইচএম ইউনুছ বাঙ্গালী,টেকনাফ উপজেলা আওয়ামী লীগ নেতা জহির হোসেন এমএ,জেলা যুবলীগের সহসভাপতি সোহেল আহমদ বাহাদুর,বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন,টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শাহাজান মিয়া, স্থানীয় মেম্বার,রাজনৈতিক নেতা-কর্মী,শিক্ষক,সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৭জুন সকাল ১০টারদিকে টেকনাফ বাহারছড়ার প্রসিদ্ধ কাদির হোছন সিকদারের ৩য়পুত্র মুক্তিযোদ্ধা হাফেজ আহমদ চৌধুরী প্রকাশ হাফেজ মিয়া (৯০)বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি গর্বিত ৬ছেলে,৬মেয়ে,নাত-নাতনী,আতœীয়-স্বজন,রাজনৈতিক শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর দূর-দূরান্ত থেকে ছেলে আগমন এবং রাষ্ট্রীয় মর্যাদার জন্য রেখে দেওয়া হয়েছিল। তাঁর মৃত্যুর পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।