৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

টেকনাফে ভূমি সেবা সপ্তাহ শুরু


টেকনাফ উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ-২০১৭ইং শুরু হয়েছে। এতে দালালের খপ্পরে না পড়ে সরাসরি ভূমি কর্মকর্তার নিকট গিয়ে সেবা গ্রহণের দিক-নির্দেশনা দেওয়া হয়।
১এপ্রিল সকাল ১০টারদিকে টেকনাফে ‘ভূমি সেবা সপ্তাহ-২০১৭’ উপলক্ষ্যে উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে একর‌্যালী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদের নেতৃত্বে সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি কার্যালয়ে এসে শেষ হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমেদ বলেন,এই অফিসে সেবা নিতে এসে সাধারণ লোকজন দালালদের খপ্পরে পড়ে হয়রানির শিকার হয়। তাদের হয়রানি ও বাণিজ্য থেকে রেহাই পেতে ভুমি মালিকগন সরাসরি দায়িত্বরত কর্মকর্তার নিকট যাতে সহজেই এসে নামজারী খতিয়ান ও ভূমিস্বত্ত্ব নিজ তদারকিতে সম্পন্ন করতে পারে সে বার্তা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার আহবান জানান। পরে কয়েকজন ভূমি মালিক নিজ খতিয়ান সৃজন করার জন্য নিজ উদ্যোগী হয়ে সরাসরি এসিল্যান্ড বরাবর আবেদন করায় দ্রুত সময়ে মধ্যে নামজারী খতিয়ান সৃজন করে তাদের হাতে তুলে দেন। এতে ভুমি মালিকগন হয়রানী ছাড়া দ্রুত সময়ে শুধু মাত্র সরকারি ফিঃ দিয়ে খতিয়ান পাওয়ায় শুকরিয়া জ্ঞাপন করেন। এসময় ভূমি অফিসের বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারী,ভূমি মালিক,সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ‘ভূমি সেবা সপ্তাহ-২০১৭’ টেকনাফ উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে আগামী এক সপ্তাহ পর্যন্ত চলমান থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।