
হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হ্নীলায় পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে এক ব্যক্তির বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। কাল সকালে তাকে দাফনের প্রস্তুতি চলছে।
জানা যায়,১৭সেপ্টেম্বর বিকাল ৩টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম লেদা নুরালী পাড়ার আবুল হোছন প্রকাশ বাগ কচুঁর পুত্র মীর কাশেম (৩৫) বিষপান করে ছটফট করতে থাকে। কয়েকজন রোহিঙ্গা যুবক তা দেখে হৈ ছৈ শুরু করলে লোকজন জড়ো হয়ে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় আইওএম হাসপাতালে নিয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হলে সেখানে যাওয়ার পথেই মীর কাশেম মৃত্যুর কোলে ঢলে পড়ে। রাতেই তাকে দাফনের জন্য বাড়িতে আনা হয়। ১৮ সেপ্টেম্বর সকাল ৯টায় স্থানীয় গোরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।
এই ব্যাপারে স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার মর্জিনা আক্তার ছিদ্দিকী বলেন,একটি মোরগ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরধরে স্বামী ধান ক্ষেতের জন্য আনা বিষ পান করে। তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। যা টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জকে পরিবারের পক্ষ থেকে অবহিত করা হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।