১৮ জুলাই, ২০২৫ | ৩ শ্রাবণ, ১৪৩২ | ২২ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা

টেকনাফে বাড়ি ফেরার পথে এক ব্যক্তি চুরিকাঘাত

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে রাতে বাড়ি ফেরার পথে এক ব্যক্তি চুরিকাঘাত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় জনসাধারণের মধ্যে এই হামলা নিয়ে ইয়াবা সংক্রান্ত বিষয় নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে।
জানা যায়,গত ২০সেপ্টেম্বর রাত ৮টারদিকে উপজেলার হ্নীলা পশ্চিম সিকদারপাড়াস্থ মিস্ত্রীপাড়ার আবু তালেবের পুত্র মোঃ হোছাইন প্রকাশ বুড়া হাসান (২৫) বাড়ি যাওয়ার পথে দূবৃর্ত্তদের চুরিকাঘাতে গুরুতর আহত ও রক্তাক্ত হয়। এই হামলার জন্য স্থানীয় ফরিদ আলমের পুত্র হাবিব উল্লাহ,মুহিব উল্লাহ ও মৃত আব্দুল মোনাফের পুত্র জহির মিস্ত্রীসহ ৬/৭জন মিলে এই হামলা চালায় বলে আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজারে রেফার করে। তাকে এখন কক্সবাজার ডিজিটাল হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সুত্র জানায়,পাশ্ববর্তী মোঃ জলিলের পুত্র ইয়াবা গডফাদার ইসমাঈল হতে স্থানীয় আবু তালেবের পুত্র মোঃ হোছাইন,শফিকের পুত্র আব্দুল আমিন ও খারাংখালীর আব্দুর রহিম সিন্ডিকেট ১হাজার ৫শ পিস ইয়াবা বড়ি কিনে নেয়। স্থানীয় ফরিদ আলমের পুত্র চরণদার হাবিব উল্লাহকে কলার ভেতরে করে অভিনব পন্থায় খাইয়ে ঢাকার উদ্দেশ্যে প্রেরণ করে। কিছুদিন পর হাবিব উল্লাহ এলাকায় আসে। তখন ইয়াবার মালিকেরা টাকা দাবী করলে হাবিব উল্লাহ জানায়,উক্ত ইয়াবার চালান পথিমধ্যে আইন প্রয়োগকারী সংস্থা আটক করে খেয়ে ফেলেছে এবং বাড়ি হতে টাকা দিয়ে সে কোন প্রকারে বাড়ি ফিরে আসে। উক্ত ইয়াবার লেন-দেনের টাকা নিয়ে মালিকপক্ষ এবং চরনদারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও কথা কাটাকাটি হয়। এরই জেরধরে মোঃ হোছাইন প্রকাশ বুড়া হাসানকে রাতে বাড়ি ফেরার পথে চরনদার হাবিব উল্লাহ গং হামলা করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় থানায় কোন ধরনের অভিযোগ দায়ের করা হয়নি। স্থানীয় ৫নং ওয়ার্ড মেম্বার জামাল উদ্দিন বলেন,উভয়পক্ষের মধ্যে টাকা-পয়সার লেন-দেন সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।