
বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সহ একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। এসময় তল্লাশী করে ২০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
আটক মাদক কারবারী উখিয়া উপজেলার বালুখালীর ২৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা নুর আহমদের পুত্র আলী জোহার (৪৩)।
আজ শুক্রবার (১০ জুলাই) বিকালে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) বিকালে ৩ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একজন মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন হোয়াইক্যং-শামলাপুর সড়ক দিয়ে ইয়াবা ট্যাবলেট বহন করে শামলাপুরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল হোয়াইক্যং-শামলাপুর সড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী অভিযান শুরু করে।তল্লাশীর একপর্যায়ে হোয়াইক্যং বাজারের দিক হতে আসা একজন পথচারী চেকপোষ্টের সামনে আসলে র্যাব সদস্যগণ উক্ত ব্যক্তিকে থামিয়ে তল্লাশী করার সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে আটক ব্যক্তির হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।