
টেকনাফে পূর্ণিমা তিথির প্রভাবে প্রবল বর্ষণের কারণে পাহাড় ধবসে বসত-ঘর চাপা পড়ে ঘটনাস্থলে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। দুপুর ২টায় স্থানীয় গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সরেজমিন পরিদর্শনে জানা যায়, ১৪ জুন ভোররাত ২টার দিকে পূর্ণিমা তিথির প্রভাবে প্রবল বর্ষণের কারণে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়া বাজার দূর্গম পাহাড়ী অঞ্চল পশ্চিম সাতঘড়িয়া পাড়াস্থ (মাঝের পাড়া)পাহাড়ী পাদদেশে স্থানীয় আমির হোছেনের পুত্র মো: সেলিম মিস্ত্রি (৩৭) ও সেলিমের শিশু কন্যা টিসু মনি (৩) বসত-ঘরে ঘমুন্ত অবস্থায় পাশ্ববর্তি পাহাড় ভেঙ্গে মাটি চাপা পড়ে। ভোরে বৃষ্টি থামলে এলাকাবাসী মাটি সরিয়ে তাদের মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
সেলিম মিস্ত্রি মৃত্যুকালে সে মা-বাবা,ভাই,বোন, স্ত্রী ও ২শিশুসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ও গুণগ্রাহী রেখে যান। বাবা মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পুরো এলাকায় শোকের ছায়া ছড়িয়ে পড়ে। তাদেরকে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ বাড়িতে ভিড় জমান।
এদিকে পাহাড় ধ্বসে বাবা ও মেয়ের মৃত্যুর খবর পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিকী, সহকারী কমিশনার (ভুমি) এসিল্যান্ড তুষার আহমদ, পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম ও হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে স্থানীয় সংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদির পক্ষে পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম ৫০ হাজার টাকা, উপজেলা প্রশাসন থেকে ৪০ হাজার টাকা নগদ ও ৩ বাইন টিন দেওয়ার আশ্বাস প্রদান ও স্থানীয় চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ১বস্তা চাউল ও ২ হাজার টাকার অনুদান তার স্ত্রী রোজিনা বেগমের হাতে তুলে দেন। দুপুর ২টায় বাবা-মেয়ের জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।