১৮ জুলাই, ২০২৫ | ৩ শ্রাবণ, ১৪৩২ | ২২ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা

টেকনাফে পাহাড়ি ঢালুতে উঠতে গিয়ে বাস উল্টে আহত ৫০

কক্সবাজার সময় ডেস্কঃ টেকনাফের বড়ইতুলি উঠনি পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মিনিবাস খাদে পড়ে রোহিঙ্গাসহ ৫০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে টেকনাফগামী যাত্রীবাহী বাসটি ৫০ জন যাত্রী নিয়ে টেকনাফের উঠনি পাহাড়ে উঠছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অনেকেই প্রাণ রক্ষায় জানালা দিয়ে লাফ দেন। তারা এবং বাসের ভেতর থাকা প্রায় ৩৫ জনসহ সবাই কমবেশি আহত হন।

স্থানীয়রা এগিয়ে এসে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহতরা হলেন উখিয়া কুতুপালং ক্যাম্পের গুলজার বেগম (২৫), মুনছুর আলী (৩০), মো. হারুন (১৯), নুর আলম (৫৭), মো. রফিক (৬০), রিয়াজ উদ্দিন (১১), জরিনা (৭০), নুর কালাম (২৪), মো. সবিরান (১৯), মো. খান(২৪), ফরিদা খাতুন (৪০), পারভিন বেগম (১৮), ছৈয়দ নুর (৭), গোলতাজ বেগম (৩২), টেকনাফের মুচনী ক্যাম্পের মো. আলম (৩৫), রিয়াজুল (১২), লেদা ক্যাম্পের মনছুর আলী (৩৫), মো. খাঁন (২৫), উখিয়া থ্যাংখালী এলাকার নূর কামাল (২৪), ওই এলাকায় অবস্থান নেয়া রোহিঙ্গা জহুর আহম্মদ (৬০), আজিদা (২০), ফরমিন (২৪), জরিনা খাতুন (৭০), মো. জুবাইর (৩০), সাবরাং এলাকার ফরিজা খাতুন (৩০), একই এলাকার আব্দুর রহমান (৫), টেকনাফের কুলাল পাড়া এলাকার নয়না খাতুন (৫০), চকরিয়া উপজেলার মো. রফিক (৫০)। এছাড়া আরও কয়েকজন আহত অবস্থায় অন্যত্র চিকিৎসা নিতে চলে যায় বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহির উদ্দীন খাঁন ঘটনাস্থলে যান এবং আহতদের ব্যাপারে খোঁজ খবর নেন।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রণয় রুদ্র জানান, আহতদের মধ্যে গোলতাজ বেগম, মনছুর, হারুন ও মো. খাঁনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।