২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ১৬ শাওয়াল, ১৪৪৫


শিরোনাম
  ●  মেয়র মাহাবুবের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ   ●  টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, আদালতে জবানবন্দি    ●  বাংলাদেশে আশ্রয় নেয়া সেনা ও বিজিপির ২৮৮ সদস্য ফিরল মিয়ানমারে   ●  কক্সবাজার পৌরবাসির কাছে মেয়রের শেষবারের মতো ৫ অনুরোধ   ●  কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা   ●  রামুতে নিরাপদ পানি ও উন্নত স্যানিটেশন  সুবিধা পেয়েছে ৫০ হাজার মানুষ     ●  কক্সবাজারে ছাত্রলীগের ৫ লক্ষ গাছ লাগনোর উদ্যোগ   ●  মহেশখালীতে সাংসদের বিরুদ্ধে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগ    ●  জেএস‌আরের বিরুদ্ধে উঠা সকল অভিযোগ কে অপপ্রচার বলে দাবি সভাপতি জসিমের   ●  ‘দশ হাজার ইয়াবা গায়েব, আটক  সিএনজি জিডিমূলে জব্দ

টেকনাফে পরাজিত প্রার্থীর স্বজনদের বাড়িতে হামলা ও ভাংচুর

টেকনাফে প্রতিনিধি:

টেকনাফে সদর ইউনিয়নের নির্বাচন পরবর্তী সহিংসতায় ভাংচুর ও লুটপাট ঘটনা
ঘটেছে।গত বৃহস্পতিবার গভীর রাতে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাজির পাড়ার
বাসিন্দা সাবেক মেম্বার সোলতান আহমদ ও শ্যালক রেজাউল করিম বাবুলসহ পাচঁটি
বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নির্বাচিত মেম্বার
প্রার্থী এনামুল হক ও তার বাহিনীর বিরুদ্ধে।

স্থানীয়রা জানায়, গতকাল (বৃহস্পতিবার) রাতে এনামুল হক ও তার বাহিনীর লোকজন
দা, কিরিচ ও লোহার রড নিয়ে প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী আলী আহমদের
আপন ভাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাজির পাড়ার বাসিন্দা সাবেক মেম্বার
সোলতান আহমদ ও তার শ্যালক রেজাউল করিম বাবুলের বাড়িতে হামলা চালিয়ে দরজা
জানলাসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর চালায়। এসময় হামলাকারীরা বাড়ি থেকে
স্বর্ণ, টাকা ও টিভিসহ প্রয়োজনী বিভিন্ন কাগজপত্র লুট করে নিয়ে যায়।
এছাড়া এনামুল হক বাহিনীর লোকজন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থক একই
এলাকার প্রবাসী আবদুল আমিন, মুকতার হাজি, মৌলভী আলী হোসেনের বাড়িতেও
হামলা ও ভাংচুর চালায়। এতে বাড়িতে থাকা লোকজনকে ব্যাপক মারধর করেন। এই
হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া সন্ধার পরে টেকনাফ সদরের বড় হাবির
পাড়া ও মৌলভী পাড়া এলাকার সৈয়দুর রহমান, ফজল আহমদ, মো. ফয়সাল, ফজল করিম
ওরফে ভুট্রান, মো. শাহেদ ও আবদুর গফুর টেকনাফ থেকে এলাকায় আসার পথে
ব্যাপক হামলা চালায় এবং টমটম ভাংচুর করেন। এই হামলায় আহতদের চিকিৎসা
দেওয়া হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত সোলতান আহমদ জানান, (বৃহস্পতিবার )রাতে এনাম মেম্বার ও
তার বাহিনীর লোকজন আমার বাড়ী ভাংচুর এবং পরিবারের লোকজনকে হামলা করে
গুরুত্বর আহত করা হয়। তাছাড়া বাড়ীর পাশ্বে আরো ৪ থেকে ৫টি বাড়িতেও হামলা
ও ভাংচুর চালায়। এতে বাড়িতে থাকা লোকজনকেও ব্যাপক মারধর করা হয়। বর্তমানে আমি ও পরিবার নিরাপত্তাহীনতায় ভোগতেছি। আমি নাজির পাড়া বাড়ীতে যেতে
পারছিনা। এ ব্যাপারে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

পরাজিত প্রার্থী আলী আহমদ জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে আমারপ্রতিদ্বন্দ্বি প্রার্থী এনামুল হক জয় লাভ করেছে। কিন্ত জয়লাভ করে এনামুল ও তার বাহিনী প্রতিদিন আমার পক্ষের লোকজনকে হামলা করে যাচ্ছে। এমনকি গত
বৃহস্পতিবার রাতে ভাই সোলতান আহাম্মদ ও আশেপাশের ৪/৫টি বাড়ী ভাঙচুর ও হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছে। এ ব্যাপারে প্রশাসনকে অবগত করা হয়েছে।

এদিকে শুক্রবার বিকালে আবারো ঐসব বাড়ীতে হামলার চেষ্টা করা হলে তা থানা
পুলিশকে খবর দেওয়া হয়। এতে থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম রাফীর
নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ভাংচুরকৃত বাড়ী ঘর পরিদর্শন করেন।

এই ব্যাপারে পরবতী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসআই রফিকুল ইসলাম রাফী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।