৪ সেপ্টেম্বর, ২০২৫ | ২০ ভাদ্র, ১৪৩২ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

টেকনাফে পরাজিত প্রার্থীর স্বজনদের বাড়িতে হামলা ও ভাংচুর

টেকনাফে প্রতিনিধি:

টেকনাফে সদর ইউনিয়নের নির্বাচন পরবর্তী সহিংসতায় ভাংচুর ও লুটপাট ঘটনা
ঘটেছে।গত বৃহস্পতিবার গভীর রাতে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাজির পাড়ার
বাসিন্দা সাবেক মেম্বার সোলতান আহমদ ও শ্যালক রেজাউল করিম বাবুলসহ পাচঁটি
বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নির্বাচিত মেম্বার
প্রার্থী এনামুল হক ও তার বাহিনীর বিরুদ্ধে।

স্থানীয়রা জানায়, গতকাল (বৃহস্পতিবার) রাতে এনামুল হক ও তার বাহিনীর লোকজন
দা, কিরিচ ও লোহার রড নিয়ে প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী আলী আহমদের
আপন ভাই সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নাজির পাড়ার বাসিন্দা সাবেক মেম্বার
সোলতান আহমদ ও তার শ্যালক রেজাউল করিম বাবুলের বাড়িতে হামলা চালিয়ে দরজা
জানলাসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর চালায়। এসময় হামলাকারীরা বাড়ি থেকে
স্বর্ণ, টাকা ও টিভিসহ প্রয়োজনী বিভিন্ন কাগজপত্র লুট করে নিয়ে যায়।
এছাড়া এনামুল হক বাহিনীর লোকজন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থক একই
এলাকার প্রবাসী আবদুল আমিন, মুকতার হাজি, মৌলভী আলী হোসেনের বাড়িতেও
হামলা ও ভাংচুর চালায়। এতে বাড়িতে থাকা লোকজনকে ব্যাপক মারধর করেন। এই
হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া সন্ধার পরে টেকনাফ সদরের বড় হাবির
পাড়া ও মৌলভী পাড়া এলাকার সৈয়দুর রহমান, ফজল আহমদ, মো. ফয়সাল, ফজল করিম
ওরফে ভুট্রান, মো. শাহেদ ও আবদুর গফুর টেকনাফ থেকে এলাকায় আসার পথে
ব্যাপক হামলা চালায় এবং টমটম ভাংচুর করেন। এই হামলায় আহতদের চিকিৎসা
দেওয়া হয়েছে।

এদিকে ক্ষতিগ্রস্ত সোলতান আহমদ জানান, (বৃহস্পতিবার )রাতে এনাম মেম্বার ও
তার বাহিনীর লোকজন আমার বাড়ী ভাংচুর এবং পরিবারের লোকজনকে হামলা করে
গুরুত্বর আহত করা হয়। তাছাড়া বাড়ীর পাশ্বে আরো ৪ থেকে ৫টি বাড়িতেও হামলা
ও ভাংচুর চালায়। এতে বাড়িতে থাকা লোকজনকেও ব্যাপক মারধর করা হয়। বর্তমানে আমি ও পরিবার নিরাপত্তাহীনতায় ভোগতেছি। আমি নাজির পাড়া বাড়ীতে যেতে
পারছিনা। এ ব্যাপারে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

পরাজিত প্রার্থী আলী আহমদ জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে আমারপ্রতিদ্বন্দ্বি প্রার্থী এনামুল হক জয় লাভ করেছে। কিন্ত জয়লাভ করে এনামুল ও তার বাহিনী প্রতিদিন আমার পক্ষের লোকজনকে হামলা করে যাচ্ছে। এমনকি গত
বৃহস্পতিবার রাতে ভাই সোলতান আহাম্মদ ও আশেপাশের ৪/৫টি বাড়ী ভাঙচুর ও হামলা চালায়। এতে কয়েকজন আহত হয়েছে। এ ব্যাপারে প্রশাসনকে অবগত করা হয়েছে।

এদিকে শুক্রবার বিকালে আবারো ঐসব বাড়ীতে হামলার চেষ্টা করা হলে তা থানা
পুলিশকে খবর দেওয়া হয়। এতে থানা পুলিশের এসআই রফিকুল ইসলাম রাফীর
নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ভাংচুরকৃত বাড়ী ঘর পরিদর্শন করেন।

এই ব্যাপারে পরবতী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসআই রফিকুল ইসলাম রাফী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।