কক্সবাজারের টেকনাফে দু’গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী সৈয়দ নুর প্রকাশ সোনা মিয়া (৩০) নিহত হয়েছে। রবিবার ভোর রাত ৪টার দিকে টেকনাফের ১৪নং ব্রীজ নামক এলাকায় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া টেকনাফ উপজেলার উলুসামাড়ি গ্রামের সিকদার আলীর ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানিয়েছেন, টেকনাফের ওই এলাকায় দু’ইয়াবা ব্যবসায়ী গ্রুপের মধ্যে গুলাগুলির সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে যান। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌছলে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২টি বন্দুক ও ৮টি কার্তুজসহ আহতবস্থায় সোনা মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত সোনা মিয়ার বিরুদ্ধে ইয়াবা ও সীমান্তে চোরাচালানসহ ১০টি মামলা রয়েছে বলে জানান তিনি।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।