১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

টেকনাফে ছাত্রলীগের পদ দখলে মরিয়া জামায়াত নেতার ছেলে!


টেকনাফ পৌরসভা ছাত্রলীগের পদ দখলে নিতে মরিয়ো হয়ে উঠেছে জামায়াত নেতা মো. আবদুল আজিজের ছেলে একাধিক মামলার আসামী ইব্রাহীম বাবলু। মোটা অঙ্কের টাকার মিশনে উপজেলার এক নেতার মাধ্যমে জেলা নেতৃবৃন্দকে ম্যানেজে মাঠে নেমেছেন তিনি। সভাপতি বা সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ দখলে নিতে ইতোমধ্যে বাবলুর বায়োডাটা সংশ্লিষ্টদের হাতে পৌছেছে।
স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা জানায়, ইব্রাহীম বাবলুর পিতা মো. আবদুল আজিজ যুদ্ধাপরাধে অভিযুক্ত ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী আলবদর মীর কাসেম আলীর ব্যবসা তদারককারি। মীর কাসেম আলীর মালিকানাধীন জাহাজ কেয়ারী সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ এর জিএম হিসেবে টেকনাফে দায়িত্ব পালন করছেন তিনি। আওয়ামীলীগ সরকারের সময় নির্বিঘœ ব্যবসা চালাতে ছেলেকে টাকার বিনিময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে স¤পৃক্ত করে সু-কৌশলে জামাতের অবৈধ কর্মকান্ড স্বগৌরবে চালিয়ে যাচ্ছেন আজিজ।
আর বর্তমানে ছেলেকে পৌর ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ দখলে দিতে টাকার মিশনে মাঠে নেমেছে। টেকনাফ পৌরসভা ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিলের তারিখ ঘোষণার পর থেকে তারা পিতা-পুত্র মরিয়া হয়ে মাঠে নেমেছে।
ইব্রাহিম বাবলু টেকনাফ থানার ২০১৩ সালের ১৩ নম্বর ও ২০১২ সালের ২২ নম্বরসহ আরো একাধিক মামলায় অভিযুক্ত আসামী। তার বাবা সরকারি দলের নেতাদের সাথে সু-সম্পর্ক রেখে নানা ভাবে মীর কাশেম আলীর বিভিন্ন ব্যবসা চালাচ্ছে। এটি নির্বিঘœ করতেই ছেলেকে ছাত্রলীগের বড় পদের নেতা বানাতে চেষ্টা চালাচ্ছেন।
ছাত্রলীগ নেতা-কর্মীরা বলেন, বঙ্গবন্ধু কন্যা ও দেশরতœ শেখ হাসিনার নির্দেশনা কোন জামায়াত-বিএনপি ঘরানার কাউকে আওয়ামীলীগ-ছ্াত্রলীগ ও অন্য সহযোগি সংগঠনের পদ-পদবী দেয়া যাবে না। কিন্তু টেকনাফে সে নির্দেশনা পালন হয়না। তাই এখানে দায়িত্বশীল জামায়াত-বিএনপি নেতার ছেলেদের ছাত্রলীগ-যুবলীগ ও অন্য সংগঠনের বড় পদে আসীন করা হয়েছে এবং হচ্ছে। সে সূত্র ধরেই ইব্রাহিম বাবলুও পৌর ছাত্রলীগের পদ দখলে মরিয়া হয়ে উঠেছে। যে কোন সময় তার বাস্তবায়নও আসতে পারে বলে শংকা তাদের।
তাদের দাবি, ছাত্রলীগ টেকনাফ পৌরসভা শাখায় এমন নেতৃত্ব তৈরি করতে হবে যারা পিতা মুজিবের নিজ হাতে গড়া সংগঠনটিকে আদর্শিক সংগঠনে রূপান্তর করবে। এমনটায় প্রত্যাশা টেকনাফের আদর্শিক ছাত্রলীগের সকল নেতা কর্মিদের।
তাই কাউকে পদ-পদবী দেয়ার আগে তাদের পরিবারের বিষয়টি বিবেচনায় নিতে জেলা নেতৃবৃন্দকে অনুরোধ করেন তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।