টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ হাজীপাড়া থেকে তাহেরা বেগম (২৪) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। সে একই এলাকার জমিল হোসাইনের স্ত্রী। তবে এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত তাহেরা বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার দাবী করেছে শশুড় বাড়ীর লোকজন। কিন্তু নিহতের পিতা সেন্টমার্টিনদ্বীপের বশর দাবী করেন, তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালাত শশুড় বাড়ীর লোকেরা। তারাই এ হত্যাকান্ডের সাথে জড়িত বলে দাবী করেন তিনি।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের পর জানা যাবে।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।